Calcutta High Court

মন্ত্রী হয়েও বিদ্যুৎ সংস্থার কর্মী সংগঠনের সভাপতি শোভনদেব, নিয়মভঙ্গের অভিযোগে হাই কোর্টে জনস্বার্থ মামলার আর্জি

আবেদনকারীর বক্তব্য, নিয়ম অনুযায়ী কেন্দ্রের বা রাজ্যের কোনও মন্ত্রী শ্রমিক ইউনিয়ন বা কর্মচারী সংগঠনের পদে থাকতে পারেন না। কিন্তু বিধিভঙ্গ করে খড়দহের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব একটি বিদ্যুৎ সংস্থার কর্মচারী সংগঠনের শীর্ষপদে রয়েছেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১৩:৫১
Share:

শোভনদেব চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

মন্ত্রী হয়েও একটি বেসরকারি বিদ্যুৎ সংস্থার কর্মী সংগঠনের সভাপতি পদে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এমন অভিযোগ তুলে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন এক ব্যক্তি। এই বিষয়ে হাই কোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি সুজয় পাল এবং পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করার আর্জি জানানো হয়েছে। মঙ্গলবার এর শুনানি হতে পারে।

Advertisement

আবেদনকারীর বক্তব্য, নিয়ম অনুযায়ী কেন্দ্রের বা রাজ্যের কোনও মন্ত্রী শ্রমিক ইউনিয়ন বা কর্মচারী সংগঠনের পদে থাকতে পারেন না। কিন্তু বিধিভঙ্গ করে খড়দহের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব একটি বিদ্যুৎ সংস্থার কর্মচারী সংগঠনের শীর্ষপদে রয়েছেন বলে অভিযোগ। আবেদনকারীর দাবি, বিষয়টি রাজ্য প্রশাসনকে বারংবার জানালেও কাজের কাজ হয়নি। তাই আদালতে দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এই বিষয়ে শোভনদেবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল আনন্দবাজার ডট কম। তবে তাঁকে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে এই প্রতিবেদনে সংযুক্ত করা হবে। তবে রাজ্যের শাসকদল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি সূত্রে খবর, শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে অধিকাংশ কর্মচারী সংগঠন থেকেই অব্যাহতি নিয়েছেন শোভনদেব। ভুলক্রমে এখনও কয়েকটি সংগঠনের সভাপতি হিসাবে তাঁর নাম থেকে যেতে পারে বলে ওই সূত্রের দাবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement