এখনও স্থির হয়নি অমিতের সভাস্থল

৭ ডিসেম্বর কোচবিহার এবং ৯ ডিসেম্বর কাকদ্বীপ থেকে বিজেপির  দু’টি রথের সূচনা হওয়ার কথা। বলা হয়েছে, দু’টিরই উদ্বোধন করবেন সভাপতি অমিত শাহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮ ০২:১৮
Share:

কোচবিহার আর গঙ্গাসাগরে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভাস্থলই এখনও স্থির করে উঠতে পারেনি রাজ্য বিজেপি। সূত্রের খবর, যা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ। আগামী ৭ ডিসেম্বর কোচবিহার এবং ৯ ডিসেম্বর কাকদ্বীপ থেকে দু’টি রথের সূচনা হওয়ার কথা। বলা হয়েছে, দু’টিরই উদ্বোধন করবেন শাহ। রাজ্য দলের সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, ‘‘প্রশাসন কোথাও অনুমতি দিচ্ছে না। সভা আমরা করবই। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে।’’ শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করেছে রাজ্য বিজেপি। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্য, ‘‘ওদের লোক নেই, জন নেই, আর বলছে আমরা অনুমতি দিচ্ছি না।’’ সূত্রের খবর, একান্তই কিছু পাওয়া না গেলে নামখানায় রেলের মাঠে সভা হবে। এছাড়া, সূত্রের খবর, ২৪ ডিসেম্বর দুর্গাপুর, ২৮ ডিসেম্বর মালদহ, ৫ জানুয়ারি শ্রীরামপুর এবং ১১ জানুয়ারি কৃষ্ণনগরে প্রধানমন্ত্রীর সভার আয়োজন করতে চাইছে রাজ্য দল। কিন্তু সেখানেও সভা করার অনুমতি না পেলে প্রধানমন্ত্রী আদৌ আসতে রাজি হবেন কি না, সে প্রশ্নও উঠছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement