State News

প্লাস্টিক বর্জন করে পথ দেখাল শিলিগুড়ি ১৬ নম্বর ওয়ার্ড

রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে তাঁর পরিবেশ ভাবনাকে সামনে রেখে ওয়ার্ড প্লাস্টিক মুক্ত রাখার শপথ নিলেন শিলিগুড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। রবিবার এলাকার কাউন্সিলর সুজয় ঘটকের উদ্যোগে শরৎ বসু রোড়ের শিশু উদ্যানে অনুষ্ঠানিক ভাবে ওয়ার্ডটি প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্ত বলে ঘোষণা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৬ ১৪:৩১
Share:

প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে প্ল্যাকার্ড লাগানো হচ্ছে। ছবি: বিশ্বরূপ বসাক।

রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে তাঁর পরিবেশ ভাবনাকে সামনে রেখে ওয়ার্ড প্লাস্টিক মুক্ত রাখার শপথ নিলেন শিলিগুড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। রবিবার এলাকার কাউন্সিলর সুজয় ঘটকের উদ্যোগে শরৎ বসু রোড়ের শিশু উদ্যানে অনুষ্ঠানিক ভাবে ওয়ার্ডটি প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্ত বলে ঘোষণা হয়। ‘পলিব্যাগ মুক্ত ওয়ার্ড’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে শপথ নেন সকলে। আকাশবাণী শিলিগুড়ির প্রাক্তন কেন্দ্র অধিকর্তা শ্রীপদ দাস, আশিস ঘোষদের মতো ওয়ার্ডের বাসিন্দারা, হিমালয়ান নেচার অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের মুখপাত্র অনিমেষ বসুরা ঘোষণার পর ওয়ার্ডে বিভিন্ন বাড়িতে, রাস্তার ধারে বাতিস্তম্ভে, দেওয়ালে ‘পলিব্যাগ মুক্ত ওয়ার্ড’ বলে প্ল্যাকার্ড লাগান। তা দেখে এলাকার পরিবেশ সচেতন বাসিন্দারাও এগিয়ে আসেন।

Advertisement

আরও পড়ুন: চিতাবাঘ টেনে নিয়ে গেল বালককে

কাউন্সিলর বলেন, ‘‘এই শহর প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্ত থাকুক এটাই আমরা চাই। নিজেদের ওয়ার্ডে সবার আগে সেটা করা দরকার। এখানে ব্যবসায়ীরা সচেতন। তাঁরা অধিকাংশই ব্যবহার করেন না। কয়েক জন যাঁরা কখনও চুপিসারে ব্যবহার করছিলেন তাঁদেরও বলা হয়। তাঁরাও আর ব্যবহার করবেন না বলেছেন। রবীন্দ্রনাথের পরিবেশ সচেতনতার বিষয়টি মাথায় রেখে এই দিনটিতে ওয়ার্ডকে প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্ত ঘোষণা করা হল।’’ একই ভাবে নিজেদের ওয়ার্ড প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্ত রাখতে অন্যান্য কাউন্সিলরদের অনুরোধ করেন তিনি। শ্রীপদবাবু জানান, রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনা বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি-ই প্রথম বৃক্ষ রোপণ শুরু করেছিলেন। তাঁর প্রয়াণ দিবসে কাউন্সিলরের ওই উদ্যোগকে সাধুবাদ।

Advertisement

অনিমেষবাবুর কথায়, কিছু অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থের জন্য শহরের গর্বের এই বিষয়টিকে নষ্ট করতে চাইছিল। এই ওয়ার্ডের কাউন্সিলর যেটা করলেন বাকি কাউন্সিলররাও নিশ্চয়ই করতে পারবেন। এ দিনটিতে রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনাকে সম্মান জানিয়ে সকলেই সক্রিয় হলে শহরকে প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্ত রাখা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement