TMC

মিমের ঘরোয়া সভায় পুলিশি বাধার অভিযোগ, উত্তেজনা লালগোলায়

রবিবার লালগোলার কালমেঘা এলাকার হোসনাবাদে ওই ঘটনা ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

লালগোলা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২০ ২৩:৩৬
Share:

মিমের সভা ভেস্তে দেওয়ার অভিযোগ। নিজস্ব চিত্র

মুর্শিদাবাদের লালগোলায় পুলিসের বিরুদ্ধে ঘরোয়া সভা বানচাল করে দেওয়ার অভিযোগ তুলল অল ইন্ডিয়া মসলিস ই ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)। রবিবার এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়।

Advertisement

রবিবার লালগোলার কালমেঘা এলাকার হোসনাবাদে ওই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন হোসেনাবাদ হাইস্কুল সংলগ্ন রমজান আলি নামে এক ব্যক্তির বাড়িতে বসেছিল এআইএমআইএম-এর সভা। তাতে স্থানীয় বাসিন্দাদের একাংশ যোগ দিয়েছিলেন। কিন্তু দলের নেতাদের অভিযোগ, সভার মাঝপথে এসে উপস্থিত হয় পুলিশ। শেষ পর্যন্ত পুলিশি বাধায় বানচাল হয়ে যায় সভা। এ নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তুলেছে এআইএমআইএম। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে ভাল ফল করেছে আসাদুদ্দিন ওয়েইসির দল এআইএমআইএম। তাদের নজর এ বার বাংলায়। রাজ্যের বিভিন্ন জেলাতেই সংগঠন গড়ে তোলার দিকে নজর দিয়েছে ওয়েইসির দল।

Advertisement

আরও পড়ুন: দলীয় কর্মসূচিতে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ রচপাল সিংহের

আরও পড়ুন: অধিকারীরা ছাড়াই হলদিয়া, কাঁথিতে তৃণমূলের সভায় রাজ্যের ৩ মন্ত্রী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন