Sindoor Controversy

মহিলা পুলিশকর্মীদের কপালে সিঁদুর! ছ’জন বিজেপি কর্মীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের, ধরানো হল নোটিস

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সিঁদুর’ মন্তব্যের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়েছিল হুগলির চুঁচুড়া। মহিলা পুলিশকর্মীদেরই সিঁদুর পরিয়ে দিয়েছিলেন বিজেপি কর্মীরা!

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ২০:১৫
Share:

—ফাইল ছবি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সিঁদুর’ মন্তব্যের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়েছিল হুগলির চুঁচুড়া। মহিলা পুলিশকর্মীদেরই সিঁদুর পরিয়ে দিয়েছিলেন বিজেপি কর্মীরা! এমনই অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করল পুলিশ। ছ’জন বিজেপি কর্মীর বিরুদ্ধে দায়ের হল মামলা। তাঁদের নোটিসও ধরানো হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।

Advertisement

মহিলা পুলিশকর্মীদের কপালে-গালে সিঁদুর লেপে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার চুঁচুড়ায় মিছিল করেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। পিপুলপাতি মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত মিছিল হয়। মিছিল শেষে চুঁচুড়া থানায় গিয়ে বিধায়ক একটি অভিযোগ দায়ের করেন। মুখ্যমন্ত্রী সম্পর্কে ‘কুরুচিকর’ মন্তব্য ফেসবুকে লেখার জন্য বিজেপির এক মহিলাকর্মীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।

হুগলিতে বিজেপির জেলা সম্পাদক সুরেশ সাউ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে খারাপ মন্তব্য করেছেন। বিজেপি মহিলাকর্মীরা সিঁদুর হাতে নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। সেই মহিলাদের বিরুদ্ধে পুলিশ মামলা করছে। অথচ অনুব্রত মণ্ডল যখন পুলিশকে কুকথা বলছে, তখন তার বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করছে না।’’

Advertisement

বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার পরেই তাঁকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। প্রধানমন্ত্রী সিঁদুর বেচতে এসেছেন বলে মন্তব্য করেছিলেন তিনি। তাঁর সেই মন্তব্যের প্রতিবাদে শুক্রবার চুঁচুড়ার পিপুলপাতি পাঁচমাথা মোরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি।

ওই বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়ান বিজেপির মহিলা কর্মীরা। পুলিশ তাঁদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করে। অভিযোগ, সেই সময়েই মহিলা পুলিশকর্মীদের কপালে সিঁদুর পরিয়ে দেন বিজেপির মহিলা কর্মীরা। পরে এক মহিলা পুলিশকর্মীদের বলতে শোনা যায়, ‘‘আমরা এখানে ডিউটি করতে এসেছি। জোর করে সিঁদুর পরিয়ে দিল!’’

যদিও বিজেপির দাবি, মহিলা পুলিশকর্মীরা নিজে থেকেই সিঁদুর পরেছেন। নিরুপা চক্রবর্তী নামে এক বিজেপি কর্মী বলেন, ‘‘সিঁদুর আমাদের অহঙ্কার। আমি নিজে সিঁদুর পরব। বিবাহিত মহিলাদেরও সিঁদুর পরাব। পুলিশকর্মীরা অবশ্য নিজে থেকেই সিঁদুর পরেছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement