তিওড়ের হোমে ধর্ষণ

দিলীপকে ধরা হচ্ছে না কেন, সরব ক্ষুব্ধ বিরোধীরা

হোমের আবাসিক কিশোরীদের দীর্ঘদিন ধরে যৌন নিগ্রহে অভিযুক্ত কর্ণধার দিলীপ মহন্তকে গ্রেফতারের দাবিতে আন্দোলনে নামল কংগ্রেস। ওই হোমের অব্যবস্থা নিয়েও তারা সরব হয়েছে। বুধবার দক্ষিণ দিনাজপুরের তিওড় এলাকা থেকে বিক্ষোভ ও পথ অবরোধ বালুরঘাট পর্যন্ত ছড়িয়ে পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৫ ০২:৩৬
Share:

হোমের আবাসিক কিশোরীদের ধর্ষণে অভিযুক্ত দিলীপ মহন্তকে ধরার দাবিতে কংগ্রেসের অবরোধ বালুরঘাটে। বুধবার। —নিজস্ব চিত্র।

হোমের আবাসিক কিশোরীদের দীর্ঘদিন ধরে যৌন নিগ্রহে অভিযুক্ত কর্ণধার দিলীপ মহন্তকে গ্রেফতারের দাবিতে আন্দোলনে নামল কংগ্রেস। ওই হোমের অব্যবস্থা নিয়েও তারা সরব হয়েছে। বুধবার দক্ষিণ দিনাজপুরের তিওড় এলাকা থেকে বিক্ষোভ ও পথ অবরোধ বালুরঘাট পর্যন্ত ছড়িয়ে পড়ে। ঘটনা সামনে আসার পর ৭২ ঘণ্টারও বেশি কেটে গেলে বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তা নিয়ে সরব হন জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায়।

Advertisement

তাঁর অভিযোগ, ‘‘বেসরকারি হোম বলে প্রশাসন ঘটনাটিকে গুরুত্ব দিচ্ছে না। ওই হোমের কর্ণধার দিলীপ মহন্ত এখনও অধরা। ওঁর কুকীর্তির সহায়তাকারী গাড়ির চালক এবং হোমের নৈশপ্রহরীকেও এখনও গ্রেফতার করা হয়নি।’’ এই ঘটনায় রাজনৈতিক যোগের অভিযোগ উল্লেখ করে নীলাঞ্জনবাবুর দাবি, ‘‘আরএসপির আমলে হোমের কর্ণধার দিলীপ তৎকালীন সমাজকল্যাণ মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন। ফলে বাম আমলে তার বিরুদ্ধে হোমের কিশোরীদের যৌন নিগ্রহের অভিযোগ উঠলেও পার পেয়ে যান। তৃণমূল আমলে তিনি বালুরঘাটের মন্ত্রী গোষ্ঠীর কাছের লোক হওয়ায় প্রশাসনের একাংশ বিষয়টিকে আড়াল করতে সচেষ্ট রয়েছে।’’ ঘটনায় সরব হয়েছে বিজেপিও। দলের জেলা সাধারণ সম্পাদক শুভেন্দু সরকার অভিযোগ করেন, ‘‘তিওড়ের ওই হোমটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে পরিচালিত বলে সরকারিস্তরে পদক্ষেপ নেওয়া যাবেনা, এই মনোভাব আমরা প্রশাসনের কিছু আধিকারিকদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি। হোমের ওই ৬ জন আবাসিক কিশোরী দিলীপবাবু যৌননিগ্রহ করেছেন বলে অভিযোগ করলেও পরে তাদের উপর প্রভাব খাটিয়ে মূল অভিযুক্ত পার পেয়ে যাবেন বলেও একটি অংশ থেকে প্রচার চলছে।’’ বিরোধীদের অভিযোগ, হোম পরিচালনার জন্য কেন্দ্র ৭৫ শতাংশ এবং রাজ্য ২৫ শতাংশ আর্থিক সাহায্য করে। এতবড় কান্ডের পর রাজ্য সরকার চুপ করে বসে থাকতে পারেনা। বালুরঘাটের বিধায়ক তথা রাজ্যের পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তী বলেন, ‘‘আইন সকলের জন্য এক। হোমের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ দেরি করেনি।’’

তিওড়ের হোমের সামনে পুলিশ প্রহরা। ছবি: অমিত মোহান্ত।

Advertisement

এ দিন দুপুর ১২টা নাগাদ তিওড় এলাকায় কংগ্রেসের পক্ষ থেকে হিলি-বালুরঘাট সড়ক অবরোধ করে অভিযুক্ত দিলীপ মহন্তকে গ্রেফতারের দাবিতে তুমুল বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। একঘণ্টা সেখানে পথ অবরোধের পর বিকেলে বালুরঘাটের রঘুনাথপুর ট্যাঙ্ক মোড়ে কংগ্রেস কর্মীরা জেলা সভাপতি নীলাঞ্জন রায়ের নেতৃত্বে রাস্তা অবরোধ করেন। বিক্ষোভ সমাবেশ থেকে নীলাঞ্জনবাবুর প্রশ্ন, ‘‘এই ঘটনা সামনে আসার পর রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপার্সন কেন চুপ করে আছেন?’’ দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক তাপস চৌধুরী বলেন, ‘‘হোমের পুরো ঘটনা জানিয়ে আমরা রাজ্যকে রিপোর্ট করেছি। উপর থেকে ব্যবস্থা নেওয়া হবে। ওই ছ’জন কিশোরীকে বালুরঘাটে জনশিক্ষা দফতরের আর্থিক আনুকূল্যে পরিচালিত অন্য একটি মহিলা হোমে রাখা হয়েছে। সরকারি গাড়ি করে তাদের তিওড়ের একটি স্কুলে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’’ জেলা পুলিশ সুপার শীশরাম ঝাঝারিয়া বলেন, ‘‘তল্লাশি চলছে। দু-তিন দিনের মধ্যে বলার মতো পরিস্থিতি হয়ে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন