State News

লকেটের মিছিল আটকাল পুলিশ

লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সোমবার ওই মিছিল হওয়ার কথা ছিল দলের রাজ্য দফতর থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের যোগাযোগ ভবন পর্যন্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ০১:৪৩
Share:

ছবি: সংগৃহীত।

কুমারগঞ্জ গণধর্ষণ-কাণ্ডের প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার মশাল মিছিল শুরুতেই আটকে দিল পুলিশ। বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সোমবার ওই মিছিল হওয়ার কথা ছিল দলের রাজ্য দফতর থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের যোগাযোগ ভবন পর্যন্ত। কিন্তু পুলিশ জানায়, লকেটদের মশাল নিয়ে মিছিল করার অনুমতি নেই। মশালের আগুন থেকে দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু লকেটরা তাঁদের কর্মসূচি বদলাতে রাজি হননি। পুলিশও তাঁদের মিছিল শুরু করতে দেয়নি। পুলিশের ব্যারিকেডে আটকে পড়ে সেখানে দাঁড়িয়েই মশাল নিয়ে বিক্ষোভ দেখান মহিলা বিজেপির কর্মীরা। কিছু ক্ষণ পরে তাঁরা ফিরে যান। লকেট বলেন, ‘‘অন্য রাজ্যে ধর্ষণ হলে মুখ্যমন্ত্রী রাস্তায় নামেন। আর এ রাজ্যে ধর্ষণের প্রতিবাদে আমরা রাস্তায় নামলে পুলিশ আটকায়। গণতন্ত্রের এই তো চেহারা!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement