দুগ্ধ সমবায়ে ভোট স্থগিত কেন, প্রশ্ন

মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও কেন মুর্শিদাবাদের ভাগীরথী কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়নের ভোট হচ্ছে না, তা নিয়ে বিধানসভায় প্রশ্ন তুললেন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী। সোমবার বহরমপুরের বিধায়ক মনোজবাবু সভায় সমবায় মন্ত্রী জ্যোতির্ময় করের কাছে জানতে চান, ওই সমবায়ে ২০১২ সালে ভোটের বিজ্ঞপ্তি জারি করেও তা স্থগিত করার কারণ কী?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ০৪:০০
Share:

মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও কেন মুর্শিদাবাদের ভাগীরথী কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়নের ভোট হচ্ছে না, তা নিয়ে বিধানসভায় প্রশ্ন তুললেন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী। সোমবার বহরমপুরের বিধায়ক মনোজবাবু সভায় সমবায় মন্ত্রী জ্যোতির্ময় করের কাছে জানতে চান, ওই সমবায়ে ২০১২ সালে ভোটের বিজ্ঞপ্তি জারি করেও তা স্থগিত করার কারণ কী? কেনই বা সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে? জবাবে জ্যোতির্ময়বাবু জানান, ওই সমবায়ের ভোটার-তালিকা ভুয়ো। মন্ত্রীর জবাব অসত্য বলে দাবি করেন মনোজবাবু।

Advertisement

২০০৯ সালের পর থেকে ওই সমবায়ে ভোট হয়নি। মন্ত্রীর কাছে মনোজবাবু জানতে চান, ‘‘ভোটার তালিকা ভুয়ো হলে কেন তিন বছর আগে ভোটের বিজ্ঞপ্তি জারির আগে রাজ্য তা দেখেনি?’’ অবিলম্বে সেখানে ভোটের দাবি জানান মনোজবাবু। দীর্ঘদিন ধরেই ওই সমবায়টি কংগ্রেসের দখলে। সেখানে ভোট হলে কংগ্রেসই ফের তা দখল করবে, এই আশঙ্কায় সরকার ভোট করতে গড়িমসি করছে বলে পরে মন্তব্য করেন মনোজবাবু। তাঁর অভিযোগ, ভোট না হওয়ায় সমস্যায় পড়েছেন দুগ্ধ উৎপাদকেরা। সমবায়ে তাঁদের প্রতিনিধি না থাকায় তাঁরা নিজেদের সমস্যা জানাতে পারছেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন