State News

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, কালীপুজোতেও বৃষ্টির শঙ্কা

কলকাতা থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ ফের চিন্তা বাড়াচ্ছে রাজ্যবাসীর। আবহাওয়া দফতর সূত্রে খবর, ওই নিম্নচাপটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৬ ১১:৩৬
Share:

উপগ্রহ চিত্র।

কলকাতা থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ ফের চিন্তা বাড়াচ্ছে রাজ্যবাসীর। আবহাওয়া দফতর সূত্রে খবর, ওই নিম্নচাপটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উপগ্রহ চিত্র বলছে, রবিবার সন্ধেতেই মায়ানমার উপকূলে এটা আছড়ে পড়বে। রিজিওনাল মিটিওরলজিক্যাল সেন্টার-এর ডিরেক্টর জি কে দাস অবশ্য জানিয়েছেন, পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। মায়ানমার উপকূলে ঝড়টি আছড়ে পড়ার পরই বোঝা যাবে এ রাজ্যে তার কোনও প্রভাব পড়বে কিনা।

Advertisement

হাওয়া অফিস জানাচ্ছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে যে নতুন নিম্নচাপটির সৃষ্টি হয়েছে সেটি ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি শক্তি বাড়ানোয় জলীয় বাষ্প নিজের কেন্দ্রের দিকে টানতে শুরু করেছে। তার সঙ্গে দোসর হয়েছে উত্তর ভারত থেকে ছুটে আসা শুকনো বাতাস। এই দুইয়ের প্রভাবে ঝাড়খণ্ড ও বাংলায় এক ঝটকায় তাপমাত্রা ২ ডিগ্রি মতো নেমে গিয়েছে। রবিবার মায়ামনার উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার পর সেটা বাংলাদেশের দিকে এগোবে বলে জানিয়েছে মৌসম ভবন।

ফলে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে কালীপুজোতে বৃষ্টি হওয়ার। ঘূর্ণিঝড়টি যদি অভিমুখ ঘুরিয়ে বাংলাদেশের দিকে যায় দক্ষিণবঙ্গে এর প্রভাব পড়তে পারে। তা হলে দুর্গাপুজোর মতো কালীপুজো ও দীপাবলীও কি বৃষ্টির কারণে মাটি হতে চলেছে? আবহাওয়ার চোখরাঙানি রয়েছে, তবে প্রভাব কতটা পড়বে এখনই বলতে পারছে না রাজ্য আবহাওয়া দফতর। তবে এর প্রভাবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়বে। দুর্গাপুজোর পর পরই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ থেকে ২ ডিগ্রি নেমে যায়। আবহাওয়া কিছুটা মনোরম হয়। এই নিম্নচাপের কারণে তাপমাত্রা কিছুটা বাড়বে, সেই সঙ্গে আর্দ্রতার কারণে একটু অস্বস্তিও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Advertisement

আরও খবর...

শিল্পের স্বার্থে যোগাযোগ উন্নত করার আবেদন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন