Bengal post-poll Violence

Post Poll Violence: কাঁকুড়গাছিতে নিহত বিজেপি কর্মীর ময়নাতদন্তের রিপোর্ট চেয়ে হাই কোর্টে সিবিআই

গত ২ মে হিংসায় মৃত্যু হয়েছিল বিজেপি কর্মী অভিজিৎ সরকারের। যুবকের পরিবার অভিযোগ করে, তৃণমূলের দুষ্কৃতীরা পিটিয়ে মেরে ফেলেছে তাঁকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২১ ১৭:১৪
Share:

ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে তৎপর সিবিআই ফাইল চিত্র।

ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে নেমে কলকাতার কাঁকুড়গাছিতে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ময়নাতদন্তের রিপোর্ট চাইল সিবিআই। মঙ্গলবার হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
অভিজিতের ময়নাতদন্তের রিপোর্ট হাই কোর্টে রয়েছে। আদালত আগেই নির্দেশ দিয়েছিল, যে সংস্থা তদন্তের দায়িত্ব পাবে তাদের হাতেই ময়নাতদন্তের রিপোর্ট তুলে দেওয়া হবে। সেই নির্দেশ মেনেই মঙ্গলবার সিবিআই-এর কয়েক জন আধিকারিক হাই কোর্টে গিয়ে এই আবেদন করেন। গত বৃহস্পতিবার অভিজিতের মৃত্যুর ঘটনার পুনর্নির্মাণও করে সিবিআই। যেখানে অভিজিতের দেহ পাওয়া গিয়েছিল, সিবিআই আধিকারিকরা সেই জায়গা পরিদর্শন করেন।

Advertisement

গত ২ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন হিংসায় মৃত্যু হয়েছিল বিজেপি কর্মী অভিজিতের। তাঁর পরিবার অভিযোগ করে, তৃণমূলের দুষ্কৃতীরা পিটিয়ে মেরে ফেলেছে অভিজিৎকে। গত ১৩ জুলাই হাই কোর্টের বৃহত্তর বেঞ্চ অভিজিতের ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয়। আদালত জানায়, কলকাতার কম্যান্ড হাসপাতাল নমুনা সংগ্রহ করবে। তার পর সেই নমুনা পাঠানো হবে সিএফএসএল (সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি)-এর কাছে। সেখানেই নমুনা পরীক্ষা হবে। এক সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট মুখবন্ধ খামে জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই মতো ময়নাতদন্তের রিপোর্ট আগেই জমা পড়েছে। এ বার সেই রিপোর্ট চাইল সিবিআই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement