West Bengal News

প্রয়াত প্রব্রাজিকা দিব্যপ্রাণা

শ্রী সারদা মঠের প্রবীণ সন্ন্যাসিনী প্রব্রাজিকা দিব্যপ্রাণা প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। সারদা মঠ জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ বাগবাজারের সিস্টার নিবেদিতা বালিকা বিদ্যালয়ে তাঁর জীবনাবসান হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৭ ২০:০৫
Share:

প্রব্রাজিকা দিব্যপ্রাণা। —নিজস্ব চিত্র।

শ্রী সারদা মঠের প্রবীণ সন্ন্যাসিনী প্রব্রাজিকা দিব্যপ্রাণা প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। সারদা মঠ জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ বাগবাজারের সিস্টার নিবেদিতা বালিকা বিদ্যালয়ে তাঁর জীবনাবসান হয়। গত দেড় বছর ধরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। এ দিন নিউম্যাটিক সেপ্টিসেমিয়া এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Advertisement

১৯৫০ সালে তিনি সঙ্ঘে যোগ দিয়েছিলেন। ১৯৫৬ সালে ব্রহ্মচর্য এবং ১৯৬০ সালে তিনি সন্ন্যাস নেন। সঙ্ঘের হয়ে তিনি মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর বিভিন্ন শাখাতেও কাজ করেছেন। প্রব্রাজিকা দিব্যপ্রাণা দীর্ঘ সময় ধরে বাগবাজারের সিস্টার নিবেদিতা বালিকা বিদ্যালয়ের শিল্প বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। পরে সেখানেই তিনি অবসর জীবন কাটাচ্ছিলেন। বুধবার বিকেলেই নিমতলা মহাশ্মশানে প্রব্রাজিকা দিব্যপ্রাণার শেষকৃত্য সম্পন্ন হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন