Congress

Congress: প্রদেশ থেকে ফের যুব, কংগ্রেসে উলটপুরাণ

প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদে ইস্তফা দিয়ে যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি নির্বাচনে প্রার্থী হয়েছেন শাহিনা জাভেদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০২২ ০৮:১৩
Share:

ফাইল চিত্র।

প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদে ইস্তফা দিয়ে যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি নির্বাচনে প্রার্থী হয়েছেন শাহিনা জাভেদ। এ বার প্রদেশ কংগ্রেসের আর এক সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়কে যুব কংগ্রেসের অন্যতম জাতীয় সম্পাদক হিসেবে নিযুক্ত করা হল। এআইসিসি-র তরফে যুব কংগ্রেসের নতুন পদাধিকারীদের যে তালিকা ঘোষণা করা হয়েছে, তাতে আশুতোষের নাম রয়েছে। সংগঠনে এমন উলটপুরাণের ঘটনায় বিস্মিত কংগ্রেসেরই একাংশ! গণসংগঠনের দায়িত্ব সেরে মূল সংগঠনে কাজ করতে যাওয়াই আরও অনেক দলের মতো কংগ্রেসেরও নীতি। সচরাচর যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি হিসেবে মেয়াদ ফুরোলে তাঁকে মূল কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হয়। রাজ্যে যুব কংগ্রেসের সভাপতি থাকার পরে অমিতাভ চক্রবর্তীকে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের তালিকায় না রাখায় এআইসিসি-কে হস্তক্ষেপ করতে হয়েছিল। অথচ এখন প্রদেশ স্তরে পদাধিকারী হয়ে যাওয়ার পরে কাউকে কাউকে আবার যুব সংগঠনে দেখতে পাওয়ার প্রবণতার ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না দলের নেতাদেরই একাংশ!

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন