বৈচিত্র রক্ষা করুন, বললেন প্রণব 

এ দিনের অনুষ্ঠানে অবশ্য রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কেউই আসেননি।

Advertisement

 নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৮ ০২:২০
Share:

শুক্রবার রাজারহাটের বিশ্ব বাংলা কনভেশন সেন্টারে সর্বভারতীয় বোর্ড আইসিএসই-র হীরকজয়ন্তী অনুষ্ঠানে এসে দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যের কথা মনে করিয়ে দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আমাদের দেশে বৈচিত্রের মধ্যে ঐক্য কখনও বিঘ্নিত হয় না। এই বৈচিত্রকে বাঁচিয়ে রাখুন, লালন করুন।’’ অনুষ্ঠানে ছিলেন বোর্ডের চেয়ারম্যান জি ইমানুয়েল, সচিব জেরি অ্যারাথুন-সহ আইসিএসই বোর্ডের স্কুলগুলির অধ্যক্ষ, শিক্ষক এবং প্রশাসকেরা। এ দিনের অনুষ্ঠানে অবশ্য রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কেউই আসেননি। রবিবার হীরকজয়ন্তী উপলক্ষে রেড রো়ড থেকে খিদিরপুরের সেন্ট টমাস স্কুল অবধি এক ম্যারাথনের উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন