প্রেসিডেন্সিতে ভর্তির পরীক্ষা বাংলাতেও

ইংরেজি তো থাকছেই। সেই সঙ্গে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা বাংলাতেও দেওয়া যাবে বলে তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৪২
Share:

ইংরেজি তো থাকছেই। সেই সঙ্গে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা বাংলাতেও দেওয়া যাবে বলে তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে। কলা বিভাগের বিভিন্ন বিষয়ে ভর্তির পরীক্ষা শুধু ইংরেজিতে কেন, পড়ুয়াদের একাংশের মধ্য থেকে সেই প্রশ্ন উঠেছিল উঠেছিল। কর্তৃপক্ষ ইংরেজির পাশাপাশি বাংলায় পরীক্ষার দাবি মেনে নেওয়ায় ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদিকা কঙ্কণা মুখোপাধ্যায় বলেন, ‘‘একে আমাদের আংশিক জয় বলতে পারি। কিন্তু ভর্তি-পরীক্ষার বিষয়ে অন্যান্য দাবি এখনও মেটেনি।’’ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা এমসিকিউ-এ পরীক্ষা-সহ বেশ কিছু বিষয়ে আপত্তি তুলেছে ছাত্র সংসদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন