রিপোর্ট চাইল প্রেস কাউন্সিল

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া।

Advertisement
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৫ ০৩:১৭
Share:

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। বিধাননগরে পুর নির্বাচনের দিন সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের নিগ্রহের প্রতিবাদে সরব হয়েছে দিল্লির সাংবাদিক মহলও। এডিটর্স গিল্ড অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি জানিয়েছে। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রধান প্রাক্তন বিচারপতি সি কে প্রসাদ বলেছেন, ‘‘কেন সাংবাদিকদের উপরে হামলা হল তা নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছেপশ্চিমবঙ্গ সরকারের কাছে।’’ সাংবাদিক নিগ্রহের বিষয়টি পৌঁছেছে স্বরাষ্ট্র মন্ত্রকেও। কী ভাবে তৃণমূল আশ্রিত গুন্ডারা পুরভোটে সন্ত্রাস ও সংবাদমাধ্যমের উপর হামলা চালিয়েছে তা আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের কাছে তুলে ধরেন বসিরহাটের বিধায়ক শমীক ভট্টাচার্য। তিনি রাজনাথকে জানান, ভোটের দিন ৪ ঘন্টায় ১৭ জন সাংবাদিক শাসক দলের হাতে মার খেয়েছেন। ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement