প্রাথমিক শিক্ষকদের দু’দিনের অবস্থান

যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামোর দাবিতে এ বার শহিদ মিনার ময়দানে দু’দিন অবস্থানে বসতে চলেছেন কয়েক হাজার প্রাথমিক শিক্ষক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ০২:৩২
Share:

যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামোর দাবিতে এ বার শহিদ মিনার ময়দানে দু’দিন অবস্থানে বসতে চলেছেন কয়েক হাজার প্রাথমিক শিক্ষক। বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক পেশায় প্রাথমিক স্তরের শিক্ষকদের নিয়ে তৈরি হওয়া অরাজনৈতিক সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, আগামী ২৯ এবং‌ ৩০ অক্টোবর ময়দানে অবস্থান বিক্ষোভ করবেন শিক্ষকেরা।

Advertisement

সংগঠনের সম্পাদিকা পৃথা বিশ্বাসের দাবি, বিজেপি, সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকেরা এই সংগঠনে রয়েছেন। এমনকী, কোনও কোনও জেলায় তৃণমূলের কর্মী সমর্থক যাঁরা পেশায় শিক্ষক তাঁরাও সংগঠনের সামনের সারিতে থাকছেন। সংগঠনের সভাপতি সন্দীপ ঘোষ জানান, ২০১০ সালের আগে প্রাথমিকে শিক্ষকতা করতে হলে ন্যূনতম যোগ্যতা ছিল মাধ্যমিক। পরে ২০১০ সালে কেন্দ্র বিজ্ঞপ্তি দিয়ে জানায় প্রাথমিকে শিক্ষক হতে গেলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক। সঙ্গে থাকতে হবে দু’বছরের ডিএলএড প্রশিক্ষণ। তারপরে ২০১২ সাল থেকে শিক্ষকদের যোগ্যতা বৃদ্ধির প্রক্রিয়া শুরু হয়। যে সমস্ত শিক্ষকদের উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ ছিল না তাঁরা ফের পরীক্ষায় বসে যোগ্যতা অর্জন করেন। মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন কিছু শিক্ষক। প্রশিক্ষণের সম্পূর্ণ শর্ত পূরণ করেন। কিন্তু বেতন কাঠামোর পরিবর্তন হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন