অধ্যক্ষ ঘেরাও

শুক্রবার মালদার হরিশচন্দ্র কলেজের পর শনিবার অধ্যক্ষ ঘেরাও হল জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজে৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৬ ০৩:৩০
Share:

শুক্রবার মালদার হরিশচন্দ্র কলেজের পর শনিবার অধ্যক্ষ ঘেরাও হল জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজে৷ ভর্তির জন্য নির্ধারিত সময়ের মধ্যে অন লাইনে টাকা জমা দিতে না পারা পড়ুয়াদের ফের সেই সুযোগ দেওয়ার দাবিতে এ দিন প্রায় তিন ঘণ্টা অধ্যক্ষকে ঘেরাও করে টিএমসির সমর্থক ছাত্র-ছাত্রীরা৷ এর জেরে আরও দু’দিন টাকা জমা দেওয়ার সময় বৃদ্ধি করে কলেজ কর্তৃপক্ষ৷ আন্দোলনকারী টিএমসি নেতাদের দাবি, জেলায় প্রাকৃতিক বিপর্যয়ের জন্য মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও চল্লিশ থেকে পঞ্চাশজন ছাত্র-ছাত্রী অন লাইনে টাকা জমা দিতে পারেনি৷ তাদের স্বার্থেই এই বিক্ষোভ। তবে অধ্যক্ষ ঘেরাওয়ের অভিযোগ অস্বীকার করেন তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন