অবসরপ্রাপ্ত অধ্যক্ষের নামে বিদ্যুৎ বিল

কলেজের বিদ্যুতের সংযোগ অধ্যক্ষের নামে। কিন্তু সেই অধ্যক্ষ অবসর নিয়েছেন তিন বছর আগে। এখনও তাঁর নামে কলেজের বিদ্যুতের বিল আসা বন্ধ হয়নি। এমনই ঘটছে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৭ ০৩:১০
Share:

কলেজের বিদ্যুতের সংযোগ অধ্যক্ষের নামে। কিন্তু সেই অধ্যক্ষ অবসর নিয়েছেন তিন বছর আগে। এখনও তাঁর নামে কলেজের বিদ্যুতের বিল আসা বন্ধ হয়নি। এমনই ঘটছে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে।

Advertisement

কলেজের পূর্বতন অধ্যক্ষ মানিক ভট্টাচার্যের নামেই এই কলেজের শতবর্ষ ভবনের বিদ্যুতের বিল আসছে। ২০১৪-য় অবসর নেন মানিকবাবু। কিন্তু বিদ্যুতের মিটার তাঁর নামেই রয়ে গিয়েছে। তৎকালীন ছাত্র সংসদের সভাপতি বর্তমানে পেশায় আইনজীবী অর্ক নাগ ২০১৫ সালে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনেন। তাঁর যুক্তি ছিল, কলেজের এই বিদ্যুৎ সংযোগ ‘বাণিজ্যিক সংযোগ’ হিসাবে নেওয়া হয়েছে। কোনও বাণিজ্যিক সংযোগ ব্যক্তির নামে হতে পারে না বলেই তাঁর দাবি। একই ক্যাম্পাসে রয়েছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ। দুই কলেজকে নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৈরি করে দেওয়া সমন্বয় কমিটিতে বিদ্যুতের বিল কে কত দেবে, এই আলোচনার পাশপাশি মানিকবাবুর নাম বিদ্যুতের বিলে থাকার প্রসঙ্গও উঠেছিল।

মানিকবাবু বলেন, ‘‘অধ্যক্ষ হিসেবে বিদ্যুতের সংযোগের জন্য আবেদন করেছিলাম, তাই আমার নাম ছিল। অবসরের পরেও কেন তা রইল সেটা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করুন।’’ বর্তমান দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সুনন্দা গোয়েঙ্কার দাবি, এ নিয়ে তাঁরা কর্তৃপক্ষকে জানান। কর্তৃপক্ষ নাম বদল করে দিচ্ছেন বলে জানান।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন