হুল উৎসবে পিছু হঠল সরকার

মঞ্চে নেই ‘প্রাক্তন’রা

এ দিন বিকেল পাঁচটায় অনুষ্ঠান স্থলে গিয়ে দেখা গেল, কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে অনুষ্ঠান হচ্ছে| তখন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের একটি আদিবাসী দল নাচগান করছিল|

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলদা শেষ আপডেট: ০২ জুলাই ২০১৭ ০১:১৯
Share:

মঞ্চে: স্থানীয় আদিবাসী শিল্পীরাই মাতালেন নাচ-গানে। নিজস্ব চিত্র

আদিবাসী সংগঠনের অবরোধ বিক্ষোভে শুক্রবার অচল হয়ে গিয়েছিল জঙ্গলমহল। আর শনিবার সেই জঙ্গলমহলের শিলদায় রাজ্যস্তরের হুল দিবসের সরকারি মঞ্চে পুনর্বাসন পাওয়া প্রাক্তন মাওবাদীদের অনুষ্ঠান বাতিল করা হল। আদিবাসী সংগঠনের বিক্ষোভের নানা দাবির মধ্যে অন্যতম ছিল, প্রাক্তন মাওবাদীদের অনুষ্ঠান বাতিলের দাবি। তা সত্ত্বও শুক্রবার বিকেলে হুল দিবসের সূচনা অনুষ্ঠানে এসে রাজ্যের আদিবাসী উন্নয়নমন্ত্রী জেমস কুজুর জোর গলায় বলেছিলেন, চাপের মুখে কোনও ভাবেই প্রাক্তন মাওবাদীদের অনুষ্ঠান বাতিল করা হবে না। মন্ত্রীর বক্তব্য ছিল, এই মঞ্চ সকলের জন্য। প্রাক্তন মাওবাদীরা সমাজের মূলস্রোতে ফিরে ভাল হতে চাইছেন| মুখ্যমন্ত্রী ওঁদের ভাল মানুষ হওয়ার সুযোগ করে দিচ্ছেন।

Advertisement

তারপরেও এ দিন ওই অনুষ্ঠান হয়নি। বিকেল থেকে রাত ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ৮টি আদিবাসী দল সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে৷ অনুষ্ঠানে যোগ দেওয়া সকলেই লোকপ্রসার প্রকল্পের শিল্পী|

এ দিন বিকেল পাঁচটায় অনুষ্ঠান স্থলে গিয়ে দেখা গেল, কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে অনুষ্ঠান হচ্ছে| তখন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের একটি আদিবাসী দল নাচগান করছিল|

Advertisement

অনুষ্ঠান দেখতে সপার্ষদ হাজির ছিলেন বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি বংশীবদন মাহাতো, বিনপুরের বিধায়ক খগেন্দ্রনাথ হেমব্রম।

কেন প্রাক্তন মাওবাদীদের অনুষ্ঠান বাতিল করা হল? বংশীবদনবাবুর জবাব, ‘‘এটা তথ্য ও সংস্কৃতি দফতরের অনুষ্ঠান। ওদের অনুষ্ঠানসূচি সম্পর্কে আমি কিছুই জানি না। দেখছি, লোকপ্রসার প্রকল্পের আদিবাসী শিল্পীরা অনুষ্ঠান করছেন|’’ তাঁর অভিযোগ, বিরোধীরা গোলমাল পাকানোর জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে| বিনপুরের বিধায়ক খগেন্দ্রনাথ হেমব্রম বলেন, ‘‘জঙ্গলমহলে মাওবাদী নেই| এই অনুষ্ঠানে শিল্পীরা আছেন।’’

আদিবাসী সংগঠন-ভারত জাকাত মাঝি পারগানা মহলের হুঁশিয়ারির জন্যই কি পিছু হটল প্রশাসন? সদুত্তর দেননি অনুষ্ঠানের সঞ্চালক তথ্য দফতরের আধিকারিক পল্লব পাল| তিনি শুধু জানান, লোকশিল্পীদের অনুষ্ঠান হচ্ছে| এবিষয়ে আমার কিছু জানা নেই| অনুষ্ঠানস্থলে ঝাড়গ্রাম জেলার ভারপ্রাপ্ত তথ্য আধিকারিক বরুণ মণ্ডল ছিলেন| তিনি কোনও কথাই বলতে রাজি হননি| এ দিন বিকেলে কিছুক্ষণের জন্য অনুষ্ঠানস্থল ঘুরে যান বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের গণমাধ্যম বিভাগের ভারপ্রাপ্ত সন্যাসী স্বামী শুভকরানন্দ |

পুনর্বাসন পাওয়া প্রাক্তন মাওবাদীদের অনুষ্ঠান বাতিল নিয়ে প্রশাসনের এক সূত্রের ব্যাখ্যা, প্রাক্তন মাওবাদীদের সংস্কৃতিক দলটির হুল দিবস কেন্দ্রিক অনুষ্ঠান তৈরি করা নেই| তাই তাঁদের অনুষ্ঠান হচ্ছে না | আর ভারত জাকাত মাঝি পারগানা মহল-এর মুখপাত্র রবিন টুডু বলেন, ‘‘যদি সত্যিই মাওবাদীদের অনুষ্ঠান বাতিল করা হয়ে থাকে, তাহলে রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।’’ একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, এ রাজ্যে আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষা সংক্রান্ত পরিকাঠামো উন্নতির দাবিতে আন্দোলন চলবে|

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন