ধর্ষণ-কাণ্ডে প্রতিবাদ শহরে

আজ, বৃহস্পতিবার রবীন্দ্র সদনের গেট থেকে মিছিল করে এসে রাণুছায়া মঞ্চে সভা করার কথা ‘সেভ ডেমোক্র্যাসি’র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ ০১:২৯
Share:

প্রতীকী ছবি।

হায়দরাবাদ, কালীঘাট বা ছত্তীশগঢ়— নানা জায়গায় ঘটে চলা ধর্ষণ ও নারী নিগ্রহের প্রতিবাদে কলকাতায় মশাল মিছিল করল বিজেপি। বাঘাযতীন আই ব্লক থেকে সুলেখা মোড় পর্যন্ত বুধবার সন্ধ্যার মিছিলে ছিলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং দলের মহিলা মোর্চার নেত্রীরা।

Advertisement

একই বিষয়ে প্রতিবাদের জন্য আজ, বৃহস্পতিবার রবীন্দ্র সদনের গেট থেকে মিছিল করে এসে রাণুছায়া মঞ্চে সভা করার কথা ‘সেভ ডেমোক্র্যাসি’র। সভায় বক্তা প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, আইনজীবী বিকাশ ভট্টাচার্য প্রমুখ। কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন শঙ্খ ঘোষ, অপর্ণা সেন, কৌশিক সেন, অনীক দত্তেরা। তবে ‘সঙ্গীতমেলা’র জন্য পুলিশ ওই চত্বরে কর্মসূচির অনুমতি দিচ্ছে না। ‘সেভ ডেমোক্র্যাসি’র সম্পাদক চঞ্চল চক্রবর্তী জানিয়েছেন, ‘সঙ্গীতমেলা’র কোনও অসুবিধা না করেই তাঁরা কর্মসূচি চালাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement