Bhabanipur Bypoll

Bhabanipur Bypoll: সরব ‘আওয়াজ’

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়ে খিদিরপুরের ষোল আনা মসজিদে ইমামদের সঙ্গে বৈঠক করেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ০৯:৩৬
Share:

১৬ আনা মসজিদে মমতা। ফাইল চিত্র।

ভোটের প্রচারে কোনও ধর্মীয় সম্প্রদায়কে ‘রাজনৈতিক স্বার্থে প্রভাবিত’ করার চেষ্টার প্রতিবাদ জানাল ‘আওয়াজ’। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়ে খিদিরপুরের ষোল আনা মসজিদে ইমামদের সঙ্গে বৈঠক করেছিলেন। তার প্রেক্ষিতেই ‘আওয়াজ’-এর সম্পাদক ও প্রাক্তন সিপিএম সাংসদ সইদুল হকের বক্তব্য, এই ধরনের প্রচার সংবিধানে বর্ণিত ধর্মনিরপেক্ষ ভাবনার পরিপন্থী কাজ। ধর্মনিরপেক্ষ চেতনাসম্পন্ন সব মানুষকেই এই ধরনের ‘উদ্দেশ্যমূলক কাজের’ বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন সাইদুলেরা। তৃণমূলের নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিমের অবশ্য বক্তব্য, তৃণমূল নেত্রী কোনও একটি নির্দিষ্ট সম্প্রদায় নয়, সব ধরনের বিশ্বাসের মানুষের কাছেই যাচ্ছেন। এই নিয়ে বিতর্ক অপ্রয়োজনীয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন