মেট্রোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদ

যুব লিগের কলকাতা জেলা সম্পাদক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাসের মতো মেট্রো রেলেও ছাত্র-ছাত্রী ও প্রতিবন্ধী মানুষের জন্য ছাড়ের ব্যবস্থা করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ ০০:৪৪
Share:

মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের দ্বারস্থ যুব লিগের প্রতিনিধিরা। —নিজস্ব চিত্র।

ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের দ্বারস্থ হল যুব লিগ ও এসইউসি। ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠনের বক্তব্য, মাত্র দু’কিলোমিটার দূরত্বের জন্য পাঁচ টাকা সর্বনিম্ন ভাড়া পরিবর্তন করা হয়নি। তার মানে পাঁচ টাকায় মাত্র একটি স্টেশন যেতে পারবেন যাত্রীরা, যা এক ধরনের প্রতারণা।

Advertisement

যুব লিগের কলকাতা জেলা সম্পাদক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাসের মতো মেট্রো রেলেও ছাত্র-ছাত্রী ও প্রতিবন্ধী মানুষের জন্য ছাড়ের ব্যবস্থা করতে হবে। এসইউসি-র কলকাতা জেলা সম্পাদক সুব্রত গৌড়ীর নেতৃত্বে একটি প্রতিনিধদলও জি এমের কাছে গিয়ে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement