মাদ্রাসা-‘ঘৃণা’র বিরুদ্ধে ’আওয়াজ’

এ রাজ্যে মাদ্রাসাগুলির আধুনিকীকরণ করা হয়েছে, মাধ্যমিকের সমতুল মর্যাদা দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, সাম্প্রদায়িক ঘৃণা ছড়াতেই বিজেপি নেতারা এমন মন্তব্য করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৯ ০২:৫১
Share:

রাজ্যের কিছু মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতায় আওয়াজ উঠল কলকাতায়। ইরান সোসাইটি হলে রবিবার সংখ্যালঘু অধিকার রক্ষার মঞ্চ ‘আওয়াজ’-এর উদ্যোগে আলোচনা সভায় ছিলেন প্রাক্তন সাংসদ সাইদুল হক, সর্দার আমজাদ আলি, ফুয়াদ হালিম, সুফিয়ার রহমান, প্রাক্তন উপাচার্য অশোকনাথ বসু প্রমুখ। তাঁদের বক্তব্য, এ রাজ্যে মাদ্রাসাগুলির আধুনিকীকরণ করা হয়েছে, মাধ্যমিকের সমতুল মর্যাদা দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, সাম্প্রদায়িক ঘৃণা ছড়াতেই বিজেপি নেতারা এমন মন্তব্য করেছেন। তাঁরা বলেছেন, খারিজি মাদ্রাসাগুলিতে ধর্মশিক্ষা দেওয়া হয় ঠিকই কিন্তু জঙ্গি প্রশিক্ষণ নয়। তৃণমূলের জমানায় মাদ্রাসায় শিক্ষক নিয়োগের সমস্যা মেটানোর দাবিতেও সরব হয়েছেন সাইদুল, ফুয়াদেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন