নীল-সাদা ফরমান স্কুলে

জানুয়ারির মাঝামাঝি স্কুলশিক্ষা সচিবের এক নির্দেশিকায় জানানো হয়েছিল, স্কুলবাড়ি রং করতে হবে সরকারি নিয়ম মেনেই। রাজনৈতিক শিবিরের একটি অংশের মত ছিল, রাজ্যে সব সরকারি ভবন ও অন্যান্য নির্মাণ রাঙানো হচ্ছে নীল-সাদায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০১৮ ০৪:২৫
Share:

প্রতীকী ছবি।

বিতর্ক-আপত্তি আছে অনেক। তার মধ্যেই পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নির্দেশ দিলেন, স্কুলভবনে নীল-সাদা রং লাগাতেই হবে।

Advertisement

জানুয়ারির মাঝামাঝি স্কুলশিক্ষা সচিবের এক নির্দেশিকায় জানানো হয়েছিল, স্কুলবাড়ি রং করতে হবে সরকারি নিয়ম মেনেই। রাজনৈতিক শিবিরের একটি অংশের মত ছিল, রাজ্যে সব সরকারি ভবন ও অন্যান্য নির্মাণ রাঙানো হচ্ছে নীল-সাদায়। স্কুলবাড়িতেও তা-ই করতে হবে।

কিন্তু কিছু কিছু স্কুল এই নির্দেশ মানতে নারাজ। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল ভবনের রং দীর্ঘদিন ধরেই গেরুয়া। কর্তৃপক্ষ জানান, তাঁরা স্কুলবাড়ির রং গেরুয়াই রাখতে চান। অন্য রং করতে বললে তাঁরা আদালতের যাবেন। প্রধান শিক্ষক চন্দন মাইতি মঙ্গলবার জানান, তাঁরা কোনও অবস্থাতেই স্কুলে নীল-সাদা রং লাগাবেন না।তমলুকের একটি স্কুলের প্রধান শিক্ষক তিমিরবরণ ভট্টাচার্য বলেন, ‘‘কোন স্কুলবাড়ির রং কী হবে, সেটা স্কুল-কর্তৃপক্ষের উপরে ছেড়ে দিলেই বোধ হয় ভাল হয়। সব কিছু নীল-সাদা করার প্রয়াস ভাল নয়।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন