Jhalda

হাতের ‘গড়ে’ থাবা ঘাসফুলের! ঝালদার ২৫টি পরিবার কংগ্রেস ছেড়ে যোগ দিল তৃণমূলে

যদিও এই যোগদানের বিষয়টিতে বিশেষ আমল দিতে নারাজ কংগ্রেস। কংগ্রেস নেতা বলেন, ‘‘যাঁরা অন্য দলে গিয়েছিলেন, তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরে আবার ফিরে আসছেন।’’

Advertisement
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ ২২:১৬
Share:

বরাবরই কংগ্রেসের গড় হিসেবে পরিচিত পুরুলিয়া ঝালদা। সদ্য সেখানে কংগ্রেস পরিচালিত পুরসভার চেয়ারম্যানের ঘোষণা হয়েছে। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে হাত শিবিরে থাবা বসাল ঘাসফুল। রবিবার তৃণমূলের যোগদান কর্মসূচিতে ৪৫টি পরিবার কংগ্রেস ছেড়ে যোগ দিল শাসকদলে।

Advertisement

ঝালদা ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি জয়প্রকাশ মাহাতো বলেন, ‘‘ঝালদা থানার জারগো গ্রামে একটি অনুষ্ঠানে কংগ্রেসের ঝালদা ১ নম্বর ব্লকের সম্পাদক ভগীরথ মাহাতো-সহ জারগো বুথের ২৫টি এবং উদয়সিরু বুথের ২০ টি, মোট ৪৫টি পরিবার যুক্ত হল| তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো।’’ পঞ্চায়েত নির্বাচনের আগে এই যোগদান এলাকায় তাঁদের শক্তি বৃদ্ধি করবে বলে দাবি করেছেন জয়প্রকাশরা। তৃণমূল নেতাদের এ-ও দাবি, পঞ্চায়েত ভোটের আগে এমন আরও অনেক যোগদান মেলা হবে। তৃণমূল নেতার কথায়, ‘‘দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) উন্নয়ন দেখে সাধারণ মানুষ থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা তৃণমূলে যোগদান করছেন। দিদির উন্নয়নে শামিল হতে এবং দিদির হাত শক্ত করতে সবাই এক জোট হচ্ছেন।’’

যদিও এই যোগদানের বিষয়টিতে বিশেষ আমল দিতে নারাজ কংগ্রেস। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবদুলাল চট্টরাজ বলেন, ‘‘অনেক দিন হল ভগীরথবাবুর সঙ্গে দলের সম্পর্ক নেই। উনি দলের কোনও পদেও ছিলেন না। আর যদি কেউ চাওয়া পাওয়ার জন্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন, তাতে ঝালদা এলাকায় কংগ্রেসের কোনও ক্ষতি হবে না। ঝালদা কংগ্রেসের গড় ছিল, থাকবে।’’ তাঁর সংযুক্তি, ‘‘যাঁরা অন্য দলে গিয়েছিলেন, তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরে আবার কংগ্রেসে ফিরে আসছেন।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন