gas cylinder burst

Blast: গ্যাস সিলিন্ডার ফেটে বাঁকুড়ার গ্রামে জখম ৬, বাড়িতে লাগা আগুন ছড়াল লাগোয়া দোকানেও

রাখহরি ধাড়ার দোকান লাগোয়া রান্নাঘরে সশব্দে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। তাতে জখম হন ছ’জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ১৩ জুন ২০২২ ১৪:১৫
Share:

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। নিজস্ব চিত্র।

রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে গুরুতর জখম হলেন ছ’জন। সোমবার এই ঘটনা ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানার পখন্না গ্রামে। আহতদের প্রাথমিক ভাবে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। কী ভাবে ঘটনা ঘটল, তার তদন্তে নেমেছে বড়জোড়া থানার পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পখন্না গ্রামের বাসিন্দা রাখহরি ধাড়া বাড়ির একাংশে মুদির দোকান চালাতেন। সোমবার সকালে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে স্থানীয়রা রাখহরির দোকানে ভিড় জমিয়েছিলেন। সেই সময় দোকান লাগোয়া ধাড়া পরিবারের রান্নাঘরে সশব্দে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। আগুনে পুড়ে যান ওই পরিবারের দুই মহিলা। এ ছাড়া দোকানে ক্রেতাদের চার জন পুড়ে যান। আহতদের উদ্ধার করে প্রথমে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তরিত করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে।

নির্মাল্য মুখোপাধ্যায় নামে আহতদের এক আত্মীয় বলেন, ‘‘আহতদের সকলেরই শরীরের কমবেশি ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। কী ভাবে ওই বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে গেল, তা বলা সম্ভব নয়।’’

Advertisement
আরও পড়ুন:
আরও পড়ুন:

বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) বিবেক বর্মা বলেন, ‘‘প্রাথমিক ভাবে বড় দুর্ঘটনা বলেই আমাদের মনে হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন