Jhalda Municipality

ব্যালট পেপার ‘চুরি’র অভিযোগে ঝালদার সেই চার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ থানায়

জেলা আদালতের নির্দেশে শাসকদলের ওই ৪ কাউন্সিলর সুদীপ কর্মকার, পূর্ণিমা বাগতি, জবা মাছোয়ার এবং রিজওয়ানা খাতুনের নামে অভিযোগ দায়ের হল ঝালদা থানায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝালদা শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৩ ০২:১৫
Share:

ঝালদা পুরসভায় চেয়ারম্যান নির্বাচনের দিন ব্যালট পেপার চুরির অভিযোগ উঠেছিল ৪ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ফাইল ছবি।

ঝালদা পুরসভায় চেয়ারম্যান নির্বাচনের দিন ব্যালট পেপার চুরির অভিযোগ উঠেছিল ৪ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এ বার জেলা আদালতের নির্দেশে শাসকদলের ওই ৪ কাউন্সিলরের নামে অভিযোগ দায়ের হল ঝালদা থানায়। সুদীপ কর্মকার, পূর্ণিমা বাগতি, জবা মাছোয়ার এবং রিজওয়ানা খাতুন— এই ৪ জনের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

শুক্রবার এই নিয়ে কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল বলেন, ‘‘উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, চেয়ারম্যান নির্বাচন ছিল গত ১৬ জানুয়ারি। সে দিন কংগ্রেসের শীলা চট্টোপাধ্যায় ও তৃণমূলের সুদীপ কর্মকারের নাম প্রস্তাব করা হয়। আমি ওই নির্বাচন প্রক্রিয়ায় সভাপতি ছিলাম। কিন্তু সেই সময় তৃণমূলের ৪ জন ব্যালট পেপার নিয়ে চলে যান। কংগ্রেসের তরফে সেই সময় ঝালদার মহকুমাশাসককে বিষয়টি জানানো হলেও কাজ হয়নি। ওই দিনই আমরা ঝালদা থানায় এবং তিন দিন পরে পুরুলিয়া জেলা পুলিশ সুপারের কাছে ইমেল মারফত অভিযোগ জানাই। কিন্তু কোনও ফল হয়নি। তাই বাধ্য হয়ে গত ১৪ ফেব্রুয়ারি আদালতের দ্বারস্থ হই। আদালতের নির্দেশ মেনে ঝালদা থানা অভিযোগ গ্রহণ করলেও যথাযথ ধারার উল্লেখ করা হয়নি।’’

ঝালদা থানা ‘যথাযথ’ ব্যবস্থা না নিলে উচ্চ আদালত যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতা নেপাল মাহাতো। অন্য দিকে, এ নিয়ে পুরুলিয়ার তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, ‘‘আদালতে যে কেউ যেতে পারেন। এটা তো তদন্তসাপেক্ষ ব্যাপার। কী বিষয় রয়েছে, সেটা তো বিস্তারিত জানা নেই।’’

Advertisement

এই ইস্যুতে সুর চড়িয়েছে বিজেপিও। বিজেপি দলের জেলা সভাপতি বিবেক রাঙার কটাক্ষ, ‘‘আমরা তো বলেই আসছি, এটাই তৃণমূলের সংস্কৃতি। ভোট লুট করাই ওদের কাজ। তবে মানুষ ওদের বিরুদ্ধে রায় দিচ্ছেন।’’

যদিও বিষয়টি কোনও প্রতিক্রিয়া দেননি জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন