কচুজোড়ের জঙ্গলে ফের ছড়াল আগুন

ফের জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটল জেলায়। ঘটনাস্থল সেই কচুজোড় বিট এলাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খয়রাশোল শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ০১:৩৭
Share:

বারবার: পুড়ছে।ফাইল চিত্র

ফের জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটল জেলায়। ঘটনাস্থল সেই কচুজোড় বিট এলাকা।

Advertisement

বন দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে কচুজোড় পেট্রোল পাম্প সংলগ্ন সারমারা শাল জঙ্গলে হঠাৎ আগুন লাগে। প্রসঙ্গত, জঙ্গলে আগুন নিয়ে জনমানসে সচেতনতা বৃদ্ধিতে গত দু’বছর ধরে বেশ কিছু পদক্ষেপ করেছে বন দফতর। কিন্তু সচেতনতা বৃদ্ধি আদৌ হচ্ছে কি?
ঘটনাক্রম অবশ্য তা বলে না। গত শনিবার ওই বিট এলাকার করমকাল ও চিনপাই বারুদ কারখানা লাগোয়া এলাকার জঙ্গলে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুপুর থেকে আগুন লেগেছিল। সন্ধ্যা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। বেশ কয়েক একর বনভূমি পুড়ে ছাই হয়ে যায়। প্রাণহানির কোনও খবর না থাকলেও গরম পড়ার আগেই বারবার এ ধরনের ঘটনা তাঁদের রীতিমতো চিন্তায় রেখেছে বলে বন দফতরের কর্তারা জানাচ্ছেন।
বন দফতরের চিন্তার কারণ এটাই। জঙ্গলে আগুন ছড়ানো নিয়ে সাধারণ মানুষের অজ্ঞতা এবং অসর্কতা থেকেই আগুন লাগছে। জনসচতনতা কী ভাবে বাড়ানো যায় তা নিয়ে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বীরভূমের ডিভিশনাল ফরেস্ট অফিসার কল্যাণ রাই। এডিএফও বিজনকুমার নাথ অবশ্য বলছেন, ‘‘এ বার যদিও সময়মতো খবর পাওয়ায় আগুন দ্রুত নেভানো গিয়েছে। তাই ক্ষয়ক্ষতি তেমন হয়নি। কিন্তু বারবার কেন আগুন লাগছে, সেটা দেখতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন