ফের টাকা অমিল শহরের এটিএমে

আবার বোলপুর-শান্তিনিকেতন এলাকার একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে ‘নো ক্যাশ’ বোর্ড ঝুলতে দেখা গেল। বিশেষ করে শান্তিনিকেতন এলাকার একাধিক এটিএমে সকাল থেকে লোক টাকা পাচ্ছে না বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০১:২২
Share:

আবার বোলপুর-শান্তিনিকেতন এলাকার একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে ‘নো ক্যাশ’ বোর্ড ঝুলতে দেখা গেল। বিশেষ করে শান্তিনিকেতন এলাকার একাধিক এটিএমে সকাল থেকে লোক টাকা পাচ্ছে না বলে অভিযোগ।একই ভাবে শুক্রবার বোলপুর শহরের একাধিক ব্যাঙ্ক শাখার এটিএমেও একই চিত্র দেখতে পাওয়া গেল।

Advertisement

গ্রাহকদের অভিযোগ, কেন্দ্রের নোট বাতিল সিদ্ধান্তের জেরে মাস দুয়েক নানা ভাবে ভোগান্তি হয়েছে। তার উপর দৈনিক, সাপ্তাহিক টাকা তোলার জন্য ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার ফলে জরুরি কাজে টাকা তোলার ক্ষেত্রে নাভিশ্বাস উঠেছে মানুষের। এরই পাশাপাশি বাজারে নতুন দু’হাজার টাকার নোটের জোগান কম। ফলে একশো এবং পাঁচশো টাকার মতো খুচরো নোট পাওয়া নিয়ে সমস্যা ছিলই। যার জেরে দৈনিক কেনাবেচা থেকে সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছিলেন মানুষ। এমন পরিস্থিতির জেরে ফের এটিএমে টাকা অমিল হওয়ায় আবার সেই আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বভারতীর পড়ুয়া দীপায়ন দাস, রবীন্দ্রভবনের কর্মী প্রদীপ মণ্ডল, গৃহবধূ মোনালিসা চৌধুরীদের অভিযোগ, ‘‘সকাল থেকে শহরের একাধিক ব্যাঙ্ক শাখার এটিএম ঘুরে টাকা পাওয়া যাইনি। বুধবার দিনভর শান্তিনিকেতনের এটিএম বন্ধ ছিল। আবার সকলের কাছে তো আর চেক থাকে না, যে সংশ্লিষ্ট ব্যাঙ্ক শাখার গিয়ে নির্ধারিত টাকা তুলতে পারব।’’

কেন এই অবস্থা? সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে রাজি হননি ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলি। নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাঙ্ক শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বক্তব্য, ‘‘টাকার জোগান ফের কমে গিয়েছে। তাই এই অবস্থা। দিন দুয়েকের মধ্যে পরিস্থিতির বদল হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement