হাসপাতালে বিক্ষোভ

রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখালেন মৃতের আত্মীয়রা। শুক্রবার ঘটনাটি ঘটেছে রঘুনাথপুর ২ ব্লকের বান্দা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। তবে পুলিশ দ্রুত ঘটনাস্তলে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে।

Advertisement
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৬
Share:

রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখালেন মৃতের আত্মীয়রা। শুক্রবার ঘটনাটি ঘটেছে রঘুনাথপুর ২ ব্লকের বান্দা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। তবে পুলিশ দ্রুত ঘটনাস্তলে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রঘুনাথপুর থানার ধনুকতোড় গ্রামের বাসিন্দা নির্মল বাউরি (৪০) নামের এই ব্যক্তি রঘুনাথপুর ২ ব্লকের মণ্ডপডাঙা গ্রামে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। এ দিন হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ভর্তি করানো হয় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তারপরেই আত্মীয়েরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে কিছুক্ষণ বিক্ষোভ দেখান। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ওই ব্যক্তি। তাঁকে দ্রুত প্রয়োজনীয় ইঞ্জেকশন-সহ অন্যান্য ওষুধ দেওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement