BJP

কাকাটিয়া গ্রামে বিজেপি নেতার বাড়িতে ‘হামলা’

কাশীনাথবাবুর অভিযোগ, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ তৃণমূলের লোকজন তাঁদের বাড়িতে লাঠি আর রড নিয়ে চড়াও হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ০৭:০২
Share:

প্রতীকী ছবি।

বিজেপির যুব মোর্চার নেতার বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের এক নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার পাত্রসায়রের কাকাটিয়া গ্রামের ঘটনা। অভিযোগ, মারধর করা হয় তাঁর বৃদ্ধ বাবা-মা ও আট বছরের শিশু সন্তানকেও। কাশীনাথ দাস নামে ওই বিজেপি নেতার বাবা মদন দাস শুক্রবার বিকেলে পাত্রসায়র থানায় বীরসিংহ পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বরূপ লোহার-সহ ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে সেখানে পুরনো আক্রোশের জেরেই হামলা বলে দাবি করা হয়েছে। স্বরূপবাবু অভিযোগ অস্বীকার করেছেন।

Advertisement

কাশীনাথবাবুর অভিযোগ, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ তৃণমূলের লোকজন তাঁদের বাড়িতে লাঠি আর রড নিয়ে চড়াও হয়। তাঁকে ও তাঁর বৃদ্ধ বাবা-মাকে মারধর করা হয়। তিনি বলেন, ‘‘আমি ধানের ব্যাবসা করি। চাষিদের দেওয়ার জন্য ৭০ হাজার টাকা তুলেছিলাম। তা-ও লুট করে ওরা। ছাড়াতে গেলে স্ত্রী আর আট বছরের বাচ্চাটাকেও মারধর করে।’’ তাঁর দাবি, চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। খবর যায় পুলিশে। সেই ফাঁকে চম্পট দেয় ‘হামলাকারী’রা।

কাশীনাথবাবুর বাবা-মাকে প্রথমে পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে, সেখান থেকে নেওয়া হয় বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে। কাশীনাথবাবুর থুতনিতে, তাঁর বাবার চোখে আর কোমরে এবং মায়ের দুই হাতে আর কোমরে গুরুতর চোট রয়েছে বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। পাত্রসায়র ২ মণ্ডলের বিজেপি সভাপতি তমালকান্তি গুঁই বলেন, ‘‘তৃণমূল ওদের দলে যোগ দেওয়ার জন্য নানা ভাবে বিজেপি কর্মীদের উপরে চাপ সৃষ্টি করছে। না মানলে আক্রমণ করা হচ্ছে। এ ক্ষেত্রেও তাই হয়েছে। পুলিশ দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করুক।’’

Advertisement

এ দিকে, কাশীনাথবাবুর বাবা মদনবাবু পাত্রসায়র থানায় যে অভিযোগ দায়ের করেছেন, তাতে পুরনো আক্রোশ থেকে হামলার কথা বলা হয়েছে। কিন্তু কীসের আক্রোশ সে উল্লেখ নেই। মদনবাবু নিজে এ দিন কোনও কথা বলতে অস্বীকার করেন। অন্যতম অভিযুক্ত স্বরূপ লোহার বলেন, ‘‘সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। পুরোটাই বিজেপির গোষ্ঠিদ্বন্দের ফল।’’ পাত্রসায়র ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ বন্দ্যোপাধ্যায়ও বিজেপির ‘গোষ্ঠিদ্বন্দ্ব’-এর জেরে এই ঘটনা বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘‘এ কাজে আমাদের দল বা দলের কেউ যুক্ত নন। বিজেপি মিথ্যাচার করছে। বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি বুঝতে পেরে বহু কর্মী তৃণমূলে আসতে চাইছেন। আমরা তাঁদের স্বাগত জানিয়েছি।’’

তবে ‘গোষ্ঠিদ্বন্দ্ব’-এর ‘তত্ত্ব’ উড়িয়ে দিয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি তমালকান্তিবাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement