দুর্নীতির অভিযোগ

সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব পাওয়া বেসরকারি সংস্থা রক্ষী নিয়োগে দুর্নীতি করছে বলে অভিযোগ তুললেন তৃণমূলের স্থানীয় কিছু নেতা কর্মী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ০২:০৩
Share:

সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব পাওয়া বেসরকারি সংস্থা রক্ষী নিয়োগে দুর্নীতি করছে বলে অভিযোগ তুললেন তৃণমূলের স্থানীয় কিছু নেতা কর্মী।

Advertisement

বৃহস্পতিবার পুরুলিয়া পুরসভার তৃণমূল কাউন্সিলর কৃষ্ণেন্দু মাহালি, বিভাস দাস, পুরুলিয়া ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ্য তৃণমূলের রাজপতি মাহাতো-সহ শাসকদলের বেশ কিছু নেতা কর্মী জেলা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা জেলা পরিষদের সভাধিপতি সৃষ্টিধর মাহাতোর সঙ্গে দেখা করেন। তাঁদের অভিযোগ, পুরুলিয়া শহরের ধারে বোঙাবাড়ি এলাকায় গড়ে ওঠা ওই হাসপাতালটিতে রক্ষী নিয়োগে দুর্নীতি ও স্বজনপোষণ হচ্ছে। অর্থের বিনিময়ে নিয়োগ হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত দাবি করেছেন অভিযোগকারীরা।

জেলা সভাধিপতি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে অভিযোগকারীরা দাবি করেছেন। যদিও এ দিন সৃষ্টিধরবাবু বলেন, ‘‘এই নিয়োগের কাজ করছে বেসরকারি নিরাপত্তারক্ষী সংস্থা। কী ভাবে তাঁরা নিয়োগ করবে সেটা তাঁদের ব্যাপার। আমরা শুধু দেখব সংস্থাটি নিরাপত্তার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারছে কি না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement