সন্ত্রাসে অভিযুক্ত শাসক

সিপিএম কর্মীদের হুমকির অভিযোগ

সিপিএম কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার নানুরে সভা ছিল তৃণমূলের। সিপিএমের স্থানীয় নেতা তথা গোরাপাড়ার বাসিন্দা শেখ হাসিবের অভিযোগ, সেই সভা থেকে ফেরার পথেই সিপিএম কর্মীদের হুমকি দেওয়া হয়। দলীয় পতাকা ছেড়ার অভিযোগও তুলেছে সিপিএম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পাড়ুই শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৬ ০২:৪৫
Share:

সিপিএম কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার নানুরে সভা ছিল তৃণমূলের। সিপিএমের স্থানীয় নেতা তথা গোরাপাড়ার বাসিন্দা শেখ হাসিবের অভিযোগ, সেই সভা থেকে ফেরার পথেই সিপিএম কর্মীদের হুমকি দেওয়া হয়। দলীয় পতাকা ছেড়ার অভিযোগও তুলেছে সিপিএম।

Advertisement

হুমকিকে কেন্দ্র করে বুধবার রাতে পাড়ুইয়ের গোরাপাড়ায় উত্তেজনা ছড়ায়। পাড়ুই থানার পুলিশ এবং কমব্যাট বাহিনী রাতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। নেতৃত্বের পাল্টা দাবি, এলাকাকে অশান্ত করতে পায়ে পা লাগিয়ে গোলমাল করছে সিপিএম। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছে হুমকি, পতাকা ছেড়ার অভিযোগ দায়ের করেছেন সিপিএম নেতৃত্ব।

স্থানীয় একটি সূত্রের দাবি, গ্রাম লাগোয়া একটি মাঠে এবং কেন্দ্রডাঙ্গাল থেকে হাঁসড়া যাওয়ার পথে গ্রামের প্রধান রাস্তার উপর দু’পক্ষের বোমাবাজি হয়েছে। ওই ঘটনায় হতাহত বা সম্পত্তি নষ্টের কোনও খবর নেই। ঘটনার খবর পেয়ে, পাড়ুই থানার পুলিশ এবং কমব্যাট বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

তৃণমূলের পাড়ুই থানা কমিটির চেয়ারম্যান মুস্তাক হোসেন সিপিএমের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, ‘‘পাড়ুইয়ে শান্তি ফিরেছে। কিন্তু, অশান্তি জিইয়ে রাখতে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা ইচ্ছে করে গোলমাল করছে। আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন