Birbhum

লিড দিলেই আধ কোটির কাজ, অনুব্রত ফের বিতর্কে

বৃহস্পতিবার সিউড়ির পুরন্দরপুরে তৃণমূলের বুথভিত্তিক প্রতিনিধি সম্মেলনের শেষে মঞ্চ থেকে অনুব্রত বলেন, ‘‘যে অঞ্চল সব থেকে বেশি লিড (বিধানসভা ভোট) দেবে, সেখানে ৫০ লক্ষ টাকার কাজ করে দেব।’’ 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২০ ০২:৩৯
Share:

অনুব্রত মণ্ডল—ফাইল চিত্র

বেশি ভোটে লিড দিলে ‘পুরস্কার’ দেওয়ার কথা আগেও শোনা গিয়েছে তাঁর মুখে। কিন্তু, এ বার যে ‘পুরস্কার’ ঘোষণা করেছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল, তা নিয়ে বিতর্কও দানা বেঁধেছে। বৃহস্পতিবার সিউড়ির পুরন্দরপুরে তৃণমূলের বুথভিত্তিক প্রতিনিধি সম্মেলনের শেষে মঞ্চ থেকে অনুব্রত বলেন, ‘‘যে অঞ্চল সব থেকে বেশি লিড (বিধানসভা ভোট) দেবে, সেখানে ৫০ লক্ষ টাকার কাজ করে দেব।’’
বীরভূমে লোকসভা ভোটে ভাল ফল করেছে বিজেপি। জেলায় দু’টি আসনে হেরে গেলেও তৃণমূলের সঙ্গে সমানে টক্কর হয়েছে। লোকসভা ভোটের নিরিখে একাধিক বিধানসভা হাতছাড়া হয়েছে শাসকদলের। তাই বিধানসভা ভোটের আগে সাংগঠনিক শক্তি বাড়াতে উঠে-পড়ে লেগেছে তৃণমূল। চলছে একের পর এক সভা। এমনই এক সভা থেকে এ দিন ভোটের বিনিময়ে পুরস্কারের কথা বললেন জেলা তৃণমূলের সভাপতি। একই ভাবে, লোকসভা ভোটের সময়ে অঞ্চল সভাপতিরা লিড দিতে না পারলে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। উল্টোটা হলে ছিল পুরস্কারের আশ্বাস।
বিরোধী দলের নেতাদের প্রশ্ন, অনুব্রত মণ্ডল রাজনৈতিক দলের সভাপতি হয়ে কী ভাবে সরকারি খাতের টাকা খরচের এমন ঘোষণা করতে পারেন। বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের কটাক্ষ, ‘‘৫০ লক্ষ টাকা সরকারি ভাবে খরচ করবেন না কি ব্যক্তিগত ভাবে, সেটা কিন্তু পরিষ্কার করেননি।’’ তৃণমূলের জেলা নেতারা অবশ্য মনে করিয়ে দিচ্ছেন অনুব্রত একই সঙ্গে স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির চেয়ারম্যানও। তবে এর মধ্যে বিতর্কের কিছু দেখছেন না অনুব্রত নিজে। তাঁর মন্তব্য, ‘‘কোনও পঞ্চায়েতে যদি সমস্যায় থাকে, তা হলে তারা জেলা পরিষদে জানাবে। আমিও বলব। ওই ভাবেই কাজ হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement