বিতর্ক এড়িয়ে উন্নয়নের ফিরিস্তি দিলেন অনুব্রত

প্রচারের শেষ দিনেও যথেষ্টই সতর্ক দেখিয়েছে অনুব্রতকে। বাম-বিজেপির সমালোচনা করলেও কুকথা তাঁর মুখে শোনা যায়নি। তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘মিথ্যেবাদী’ বলতেও ছাড়েননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৭ ০১:৫০
Share:

সভা: রামপুরহাটের সভায় অনুব্রত মণ্ডল। নিজস্ব চিত্র

আবারও বিতর্ক এড়িয়ে, উন্নয়নের ফিরিস্তি টেনে সভা শেষ করলেন জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। কলেশ্বরের পরে এ বার রামপুরহাট ১ ব্লকেও সংযত অনুব্রতকেই দেখলেন উপস্থিত কর্মী, সমর্থকেরা।

Advertisement

পঞ্চায়েত ভোটকে সামনে রেখে দিন কয়েক আগে ব্লকে ব্লকে জনসভার ডাক দিয়েছিলেন অনুব্রত। জেলার ১৯টি ব্লকে ডিসেম্বর মাস জুড়ে ওই সভা চলে। বুধবার রামপুরহাট ১ ব্লকের আখিড়া ফুটবল গ্রাউন্ডে কর্মসূচির মধ্যে দিয়ে তা শেষ হল।

প্রচারের শেষ দিনেও যথেষ্টই সতর্ক দেখিয়েছে অনুব্রতকে। বাম-বিজেপির সমালোচনা করলেও কুকথা তাঁর মুখে শোনা যায়নি। তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘মিথ্যেবাদী’ বলতেও ছাড়েননি। অনুব্রতর কটাক্ষ, ‘‘প্রতিটি মানুষের অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা ভরে দেওয়ার নামে এখনও পর্যন্ত ১৫ পয়সাও দিতে পারোনি।’’ জেলা তৃণমূলের সভাপতির কথায়, ‘‘বিজেপি তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উন্নয়ন কাকে বলে শিখে নাও। ১৩টি রাজ্যে তোমরা আছো। তোমরা তো ২ টাকা কেজি দরে চাল দিতে পারছো না। তোমরা খাদ্যসাথী, সবুজসাথী, যুবশ্রী, শিক্ষাশ্রী করতে পারোনি। ৩৪–৩৫ বছরে সিপিএম তোমরাও তো পারোনি। তোমাদের লজ্জা লাগা উচিত। আবার বড়ো বড়ো কথা বলো।’’ শেষে যোগ করেন, ‘‘কেউ মনোনয়ন দাখিল করতে আসবে না। কারণ কি জানেন, উন্নয়ণের ধাক্কায় এরা পিছিয়ে যাবে।”

Advertisement

প্রসঙ্গত, ‘কুকথা বন্ধ করো’, এই বলে চব্বিশ ঘণ্টা আগেই জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে সতর্ক করেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মঙ্গলবার ময়ূরেশ্বরের কলেশ্বরের সভায় আগাগোড়া সংযত ছিলেন অনুব্রত। সভায় আগাগোড়া রাজ্য সরকারের নানা উন্নয়ন মূলক কর্মসূচির ফিরিস্তি তুলে ধরেন। শেষে জানান, আপনাদের জন্য কী করতে হবে আদেশ করুন। এ দিনও অনুব্রত মণ্ডল মঞ্চ থেকে রামপুরহাট ১ ব্লকে ১০–১২টি সাব মার্সিবল পাম্পসেট দেওয়ার কথা ঘোষণা করেন।
পাশাপাশি রামপুরহাট ১ ব্লকে বেশ কয়েক’টি রাস্তা পাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। এ দিন অনুব্রত ছাড়াও বক্তব্য রাখেন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ সহ অন্য নেতৃত্ব। এ দিনের সভার ভিড় দেখে অনুব্রত রামপুরহাট ১ ব্লক নেতৃত্ব, মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন। ১৯ ব্লকের মধ্যে সেরা সভা বলেও উল্লেখ করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন