anupam hazra

Anupam Hazra: নতুনদের নিয়ে মাতামাতি কাল হল ভোটে, উপলব্ধি বিজেপি-র অনুপমের, ‘দোষ’ দিলেন নেতাদেরও

দলবদলুদের ‘মাথায় তুলে নাচার’ পিছনে রাজ্যের কিছু নেতার ‘দোষ’ও দেখতে পাচ্ছেন অনুপম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ১৮:৪৭
Share:

অনুপম হাজরা। —নিজস্ব চিত্র।

তৃণমূল ছেড়ে যাঁরা বিজেপি-তে এসেছিলেন তাঁদের নিয়ে বেশি ‘মাতামাতি’ হয়েছিল। দলের পুরনো কর্মীদের ‘অবহেলা’ করা হয়েছিল। রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল নিয়ে এমনটাই উপলব্ধি বিজেপি নেতা অনুপম হাজরার। দলবদলুদের ‘মাথায় তুলে নাচা’র পিছনে রাজ্যের কিছু নেতার ‘দোষ’ও দেখতে পাচ্ছেন অনুপম।

রবিবার বোলপুরে যান অনুপম। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বিধানসভা ভোটে বিজেপি-র খারাপ ফল নিয়ে প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়ে নিজের উপলব্ধি তুলে ধরেন ওই বিজেপি নেতা। তিনি বলেন, ‘‘ভুল আমাদেরও ছিল। তৃণমূল থেকে যে সব সুযোগসন্ধানী নেতা এসেছিলেন তাঁদের নিয়ে আমরা প্রচণ্ড মাতামাতি করেছিলাম। আমরাও সে সময় পুরনো নেতাকর্মীদের গুরুত্ব না দিয়ে যাঁরা সবে এসেছিলেন তাঁদের নিয়ে এমন মাতামাতি করেছিলাম যে পুরনো নেতাকর্মীরা কোণঠাসা হয়ে গিয়েছিলেন। তাঁরা মনে করতে শুরু করেছিলেন এটা নবাগতদের দল।’’ এই সূত্রেই অনুপম বলছেন, ‘‘২ মে-র পর তাঁরা আবার ফিরে গিয়েছেন। এমন সুযোগসন্ধানী নেতারা কোনও দলেরই হন না। আবার বিজেপি-র পক্ষে হাওয়া তৈরি হলে তাঁরা এখানে আসার চেষ্টা করবেন।’’

Advertisement

অনুপমের মতে, ‘‘আমাদের দোষ ছিল, তাঁদের বেশি গুরুত্ব দেওয়া। পুরনো কর্মীদের অবহেলা করে যাঁরা সবে দলে এসেছেন তাঁদের মাথায় তুলে নাচা হয়েছে। এতে রাজ্যের কিছু নেতার দোষ ছিল। এখন ভোট হয়ে গিয়েছে। নিজেদের ভুলত্রুটি বিচার বিবেচনার সময় এসেছে। দোষ, ত্রুটি স্বীকার করে নিতে এখন লজ্জা পাওয়া উচিত নয়। সিনেমার কিছু নায়ক নায়িকাকে নিয়ে এত মাতামাতি করেছি, তাঁদের লীলা খেলা এত দেখেছি যে ভুলে গিয়েছি পুরনো কর্মী বা কার্যকর্তাদের পরিশ্রমের ফলে দলটা এই জায়গায় এসেছে। সেটা আমাদের একটা শিক্ষা হয়েছে। সেই শিক্ষার দরকার ছিল।’’

Advertisement

রবিবার বোলপুরে অনুপমের বক্তব্যের জেরে কিছুটা অস্বস্তিতে বিজেপি। তাঁর এই বক্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি অভিজিৎ সিংহ বলেন, ‘‘বিজেপি-র কোনও অস্তিত্ব নেই। তাই ওই দলে কে কী বললেন তাতে কিছু যায় আসে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন