পুলিশের উদ্যোগে রবিবার সোনামুখী থানা চত্বরে একটি আইনি সচেতনতা শিবির হল। উপস্থিত ছিলেন, বাঁকুড়া আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রথীন দে, সোনামুখীর সিআই দেবাশিস রায়, ওসি (সোনামুখী) পথিকৃৎ চট্টোপাধ্যায় প্রমুখ। শিবিরে আইনের ব্যবহার ও বিভিন্ন ধারার বিষয়ে মানুষকে সচেতন করা হয়।