Babul Supriyo

মোদী সরকারের বহু সিদ্ধান্ত ‘জনবিরোধী’, পুরুলিয়ার সভায় বললেন বাবুল

বৃহস্পতিবার পুরুলিয়ার সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন বাবুল। বলেন, ‘‘মোদী সরকার এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে, যা অত্যন্ত জনবিরোধী।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ২৩:২২
Share:

ফাইল চিত্র।

পুরুলিয়ায় ‘পাল্টা’ সভায় বিজেপিকে বিঁধলেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। লধুরকার সভা মঞ্চ থেকে রাজ্য বিজেপির কোর কমিটির অন্যতম সদস্য মিঠুন চক্রবর্তীকেও নিশানা করেছেন তাঁরা। প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগেই এই লধুরকাতেই সভা করে গিয়েছিলেন ‘ফাটাকেষ্ট’।

Advertisement

বৃহস্পতিবার পুরুলিয়ার সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন বাবুল। বলেন, ‘‘মোদী সরকার এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে, যা অত্যন্ত জনবিরোধী। যেমন কৃষি আইন ছিল। শেষমেশ বাধ্য হয়েছিল পিছু হঠতে। কারণ, ওটা জনবিরোধী ছিল। জিএসটি কী, তা বুঝতেই মানুষের দু’বছর সময় লেগে গেল।’’ বিজেপিকে ‘বিশ্বাসঘাতক’ দল বলেও আখ্যা দেন বাবুল। বলেন, ‘‘বিজেপি একটি বিশ্বাসঘাতক দল। তারা কথা দিয়ে কথা রাখে না। তাই বিজেপি ছেড়ে বেরিয়ে এসেছি।’’ তৃণমূল বিধায়কের দাবি, ‘‘২০১৭ সালেও আমি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলাম। কিন্তু সেট গৃহীত হয়নি। কতটা বিতৃষ্ণা থাকলে এক জন সাংসদকে পদত্যাগ করতে হয়!’’

কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানান মহুয়াও। বলেন, ‘‘মহিলা রাষ্ট্রপতি দিয়েছেন, ভাল কথা। কিন্তু আপনাদের কত জন মহিলা সাংসদ আছেন? আমাদের ৩৪ শতাংশের বেশি মহিলা সাংসদ রয়েছে।’’

Advertisement

মিঠুনকে আক্রমণ করেছেন বাবুল। বলেছেন, ‘‘মিঠুন চক্রবর্তী ভাল অভিনেতা হতে পারেন। কিন্তু ওঁর কথার জবাব দিতে আসিনি। ওঁর কথার জবাব মানুষই দেবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন