Badna Parab

বাদনা পরবে মেতে উঠলেন বাঁকুড়া পুরুলিয়ার মানুষ

ভাইফোঁটার দিন আলপনা দিয়ে গোয়াল ঘর সাজিয়ে তোলা হয়। গোয়ালে পুজো করে গরু ও মহিষদের তেল এবং সিঁদুর দিয়ে বরণ করা হয়। এর পর বিকেলে গ্রামের ফাঁকা মাঠে খুঁটিতে বাঁধা হয় গরু এবং মহিষদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ০০:১২
Share:

শুরু হল বাদনা পরব। নিজস্ব চিত্র।

শুরু হল বাদনা পরব। উৎসবে মেতে উঠলেন পুরুলিয়া-বাঁকুড়ার ছোটনাগপুর মালভূমির এলাকার গ্রাম বাংলার মানুষ। ছোট নাগপুর মালভূমির অন্যতম শ্রেষ্ঠ উত্সব বাদনা পরব।

Advertisement

প্রতি বছর কালী পুজোর আগে থেকে গ্রামে মাটির বাড়িতে প্রলেপ দিয়ে ঘর সাজিয়ে তোলেন মহিলারা। গ্রামের মানুষ কালী পুজোর রাতে ঢোল ধমসা মাদল করতাল নিয়ে এলাকার সবার বাড়িতে যান। সবার গোয়ালঘরে আহিরা সঙ্গীত গেয়ে গরুকে জাগিয়ে রাখেন গ্রামবাসীরা।

পরের দিন অর্থাৎ ভাইফোঁটার দিন আলপনা দিয়ে গোয়াল ঘর সাজিয়ে তোলা হয়। গোয়ালে পুজো করে গরু ও মহিষদের তেল এবং সিঁদুর দিয়ে বরণ করা হয়। এর পর বিকেলে গ্রামের ফাঁকা মাঠে খুঁটিতে বাঁধা হয় গরু এবং মহিষদের। তাদের সামনে ঢোল ধামসা বাজিয়ে সেই সঙ্গে মুখের সামনে চামড়া দেখিয়ে রাগানো হয়। গরু মহিষকে বেঁধে রাখার খুঁটির উপরে পিঠে পুলি ও টাকা বেঁধে দেন গ্রামের কৃষকরা তাঁদের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন