Murder Case

স্ত্রীকে পুড়িয়ে মেরে ফেলেছিলেন স্বামী! প্রাক্তন সেনাকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বাঁকুড়ার আদালত

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালের ২১ নভেম্বর সমীরণের সঙ্গে বিয়ে হয় তালড্যাংরার পাইকা গ্রামের বাসিন্দা নিবেদিতার। বিয়ের পর ওই দম্পতির একটি পুত্র ও একটি কন্যাসন্তানের জন্ম হয়। সেই সময়েই অবসর নেন সমীরণ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ২৩:৪১
Share:

—প্রতীকী চিত্র।

স্ত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় প্রাক্তন এক সেনাকর্মীকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিল আদালত। ২০২১ সালের ২৬ এপ্রিল বাঁকুড়ার ওন্দা থানার বহড়াবাঁধ গ্রামে স্ত্রী নিবেদিতা ধল্লকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল প্রাক্তন সেনাকর্মী সমীরণ ধল্লর বিরুদ্ধে। শুক্রবার ওই ঘটনায় তাঁকে দোষী সাব্যস্ত করে বাঁকুড়া জেলা আদালত। এর পর শনিবার তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন জেলা বিচারক মীর রদিদ আলি।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালের ২১ নভেম্বর সমীরণের সঙ্গে বিয়ে হয় তালড্যাংরার পাইকা গ্রামের বাসিন্দা নিবেদিতার। বিয়ের পর ওই দম্পতির একটি পুত্র ও একটি কন্যাসন্তানের জন্ম হয়। সেই সময়েই অবসর নেন সমীরণ। তার পর থেকেই সমীরণ স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ। এর পর ২০২১ সালের ২৬ এপ্রিল সমীরণ স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেন বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় নিবেদিতাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই ৩০ এপ্রিল তাঁর মৃত্যু হয়।

তার মাঝে ২০২১ সালের ২৭ এপ্রিল জামাই, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরের নামে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন নিবেদিতার বাপের বাড়ির লোকেরা। নিবেদিতার মৃত্যুর পর ওন্দা থানার পুলিশ খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে। হাসপাতালে ওই মহিলার মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করা হয়। ঘটনার তিন মাসের মধ্যে আদালতে চার্জশিটও জমা দেয় পুলিশ। এর পর গত চার বছর ধরে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। সাক্ষ্য ও অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে শুক্রবার সমীরণকে দোষী সাব্যস্ত করে আদালত।

Advertisement

বাঁকুড়া জেলা আদালতের সহকারী সরকারি আইনজীবী অরুণ চট্টোপাধ্যায় বলেন, ‘‘নিবেদিতা ধল্ল খুনের ঘটনায় ১৯ জনের সাক্ষ্য ও অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে সমীরণ ধল্লকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এর পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছ’মাস কারাদণ্ড দিয়েছে আদালত। ঘটনায় যুক্ত থাকার তথ্যপ্রমাণ না মেলায় অন্য অভিযুক্তদের নির্দোষ বলেও ঘোষণা করেছে আদালত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement