Law and Order

ফের অনুপ মাজি ওরফে লালার আগাম জামিনের আবেদন খারিজ করল বাঁকুড়া জেলা আদালত

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ ২৩:৫১
Share:

—প্রতীকী ছবি।

কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার আগাম জামিনের আবেদন ফের খারিজ করল বাঁকুড়া জেলা আদালত। ২০১৭ সালে বেআইনি ভাবে কয়লা উত্তোলন-সহ বিভিন্ন অভিযোগে লালার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় বুধবার লালার আইনজীবী বাঁকুড়া জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের ১৫ জুলাই বাঁকুড়ার মেজিয়া ব্লকের কালিকাপুর গ্রামের বাসিন্দা কালিদাস বন্দ্যোপাধ্যায় লালার বিরুদ্ধে বাঁকুড়া জেলা আদালতে অভিযোগ জানান। আদালতের নির্দেশে মেজিয়া থানা তদন্ত শুরু করে। তদন্ত শেষে ২০২১ সালে মেজিয়া থানার পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। সেই চার্জ শিটে লালার বিরুদ্ধে ৩৭৯, ৪১১, ৪১৩, ৪১৪, ৪০২, ১২০ বি, ৩০ (২) কোল মাইন্স ন্যাশানালাইজড আইন ও ৯(বি) ইন্ডিয়ান এক্সপ্লোসিভ আইনে চার্জ আনে পুলিশ। চার্জশিট জমা পড়তেই গত ২০২১ সালের ১০ সেপ্টেম্বর লালার আইনজীবী এই মামলায় বাঁকুড়া জেলা আদালতে লালার জামিনের আবেদন জানালে সেই আবেদন খারিজ করে দেয় আদালত। ওই বছরই ২২ অক্টোবর এই মামলার শুনানির আগেই ‘নট প্রেস’ করেন লালার আইনজীবী। বুধবার ফের ওই মামলায় লালার আইনজীবী বাঁকুড়া জেলা আদালতে লালার আগাম জামিনের আবেদন জানান।

বাঁকুড়া জেলা আদালতের সরকারি আইনজীবী রথীন দে বলেন, ‘‘২০১৭ সালে মেজিয়া ব্লকের কালিকাপুর গ্রামের কালীদাস বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাঁর জায়গা থেকে বে আইনিভাবে কয়লা তোলা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হওয়া মামলায় আজ অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার আইনজীবী আদালতে আগাম জামিনের আবেদন জানান। বিচারক সমস্ত নথিপত্র খুঁটিয়ে দেখে জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন