Arrest

বাড়িতে চুরির ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার দুই দুষ্কৃতী! উদ্ধার খোয়া যাওয়া গয়না, নগদ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ভগৎ সিং মোড় এলাকায় থাকা সাথী কোনার নামের এক বাসিন্দার বাড়িতে গত ৩০ জুন চুরির ঘটনা ঘটে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে সোনার গয়না ও নগদ প্রায় ২৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ২৩:৫৫
Share:

—নিজস্ব চিত্র।

চুরির ঘটনার তদন্তে নেমে ফের বড়সড় সাফল্য পেল বাঁকুড়ার বিষ্ণুপুর থানা। চুরির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের ধরে ফেলল পুলিশ। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া জিনিস উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে খোয়া যাওয়া নগদ টাকার একাংশও। বুধবার ধৃতদের পেশ করা হয়েছে বিষ্ণুপুর মহকুমা আদালতে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ভগৎ সিং মোড় এলাকায় থাকা সাথী কোনার নামের এক বাসিন্দার বাড়িতে গত ৩০ জুন চুরির ঘটনা ঘটে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে সোনার গয়না ও নগদ প্রায় ২৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনার কথা জানার পর ওই দিনই বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগ দায়েরের পরেই ঘটনার তদন্তে নামে বিষ্ণুপুর থানার পুলিশ। তদন্তে নেমে প্রথমে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। এ ছাড়াও একাধিক স্থানীয় সূত্র কাজে লাগিয়ে পুলিশ এই ঘটনায় যুক্তদের মধ্যে দু’জনকে চিহ্নিত করেন তদন্তকারীরা। এর পর নির্দিষ্ট সূত্র কাজে লাগিয়ে অভিযুক্তদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়া শহরের কেঠারডাঙা এলাকায় হানা দিয়ে তাজ মহম্মদ খান ওরফে বাঁকা এবং আলি মহম্মদ খান ওরফে রিন্টুকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দু’জনেরই বাড়ি বাঁকুড়া শহরের কেঠারডাঙা এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে খোয়া যাওয়া অলঙ্কার ও নগদ ১১০০ টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক দুষ্কর্মে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চুরির ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য দুষ্কৃতীদের খোঁজ চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশান) মাকসুদ হাসান বলেন, ‘‘ধৃত দু’জনই দাগি আসামি। এদের বিরুদ্ধে অন্যান্য থানাতেও অভিযোগ রয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া জিনিস উদ্ধার করা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement