রোদ উঠেছে, কিন্তু কাটছে না বিপত্তি

কাশীপুরে সেতু ভাঙা, অভিযোগ বেনিয়মের

দিন পাঁচেক আগে ফুসড়া থেকে সিরজাম যাওয়ার রাস্তার উপরে ডাংরা জোড়ের উপরে নির্মীয়মাণ সেতুটির একাংশ ভেঙে পড়ে। ফলে ওই রাস্তা গিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এতে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাত

কাশীপুর শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৭ ০১:৩৫
Share:

কাশীপুরে ভাঙা সেতু। নিজস্ব চিত্র

কাজ শেষ হওয়ার আগেই ভাঙল সেতু। কাশীপুর ব্লকের মণিহারা পঞ্চায়েত এলাকার ঘটনা।

Advertisement

দিন পাঁচেক আগে ফুসড়া থেকে সিরজাম যাওয়ার রাস্তার উপরে ডাংরা জোড়ের উপরে নির্মীয়মাণ সেতুটির একাংশ ভেঙে পড়ে। ফলে ওই রাস্তা গিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এতে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। অভিযোগ নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সেতুটি তৈরি করা হচ্ছিল বলে সম্পূর্ণ হওয়ার আগেই সেতুটি ভেঙে পড়েছে। তবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে পঞ্চায়েত সমিতি।

মণিহারা পঞ্চায়েতের মণিহারা, শিয়ালডাঙা-সহ সাত-আটটি গ্রামের বাসিন্দারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। ওই অঞ্চলের রেল স্টেশন সিরজাম। ডাংরা জোড়ের উপরে সেতু না থাকায় বর্ষাকালে স্থানীয় বাসিন্দাদের সমস্যায় পড়তে হত। পঞ্চায়েত সমিতির আবেদনের প্রেক্ষিতে ৬৮ লক্ষ টাকা বরাদ্দ করেছিল পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ। দরপত্র আহ্বান করে মাস খানেক আগে কাজ শুরু হয়।

Advertisement

সেই কাজ প্রায় শেষ হওয়ার মুখে ছিল। লোকজনও যাতায়াত শুরু করেছিলেন। দিন কয়েক আগে সেতুর একাংশ ভেঙে পড়তেই যাতায়াত বন্ধ। ফলে রাস্তা দিয়ে কোনও গাড়ি আর চলাচল করেছে না। স্থানীয় বিজেপি ও সিপিএম নেতৃত্বের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার জন্যই বৃষ্টিতে সেতুটি ভেঙেছে। ঘটনার তদন্ত দাবি করেছে বিরোধী দলগুলি। তবে অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছেন কাশীপুর পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া। তিনি দাবি করেন, ‘‘কয়েক দিনের টানা বৃষ্টিতে সেতুটির দু’পাশের মাটি আলগা হয়ে যাওয়ায় সেতুর একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুটির নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদারকেই সেতুটি দ্রুত মেরামতির জন্য বলা হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন