Anubrata Mandal

‘বিজেপি চোরের দল, ফেক নিউজ ছড়াচ্ছে’, আমোদপুরে তীব্র আক্রমণ অনুব্রতর

এ দিন সভা শেষে সাংবাদিক বৈঠক করে বিজেপি-কে কড়া ভাষায় আক্রমণ করেন অনুব্রত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আমোদপুর শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ১৯:৩২
Share:

অনুব্রত মণ্ডল। ফাইল ছবি

এ রাজ্যের মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে বিজেপি ‘ফেক নিউজ’ ছড়াচ্ছে বলে অভিযোগ করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার বীরভূমের আমোদপুরে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত। সেখানেই এই অভিযোগ করে তিনি বলেন, ‘‘বিজেপি একটা মিথ্যেবাদী দল, ফেক নিউজ ছড়াচ্ছে তারা। বিহারে দুর্গাপুজোয় সাধারণ মানুষের উপর লাঠি চালাল পুলিশ, উত্তরপ্রদেশে নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটল, বিজেপি সব কিছুর ছবি দিয়ে বলছে পশ্চিমবঙ্গে হয়েছে।’’ ফেক নিউজ নিয়ে প্রশাসন যে আগাগোড়াই কড়া পদক্ষেপ করেছে ও পরবর্তীকালেও করবে, এদিন সেকথাও মনে করিয়ে দেন অনুব্রত।

Advertisement

এ দিন সভা শেষে সাংবাদিক বৈঠক করে বিজেপি-কে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। ‘চোরের দল, সাম্প্রদায়িক হিংসাকারীদের দল’, বলে বিজেপিকে আক্রমণ করেন বীরভূমের এই দাপুটে নেতা। ক’দিন আগেই দিলীপ ঘোষ বলেছেন, পশ্চিমবঙ্গকে গুজরাত বানাতে চায় বিজেপি। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অনুব্র‍ত বলেন, ‘‘গুজরাতের মতো করে পশ্চিমবঙ্গ চালালে মানুষ মানবে না। এ রাজ্যের মানুষ অত বোকা নয়।’’

আরও পড়ুন: রয়ে গেল জল্পনা, শুভেন্দু বললেন, দল তাড়ায়নি, তিনিও ছাড়েননি

Advertisement

পাশাপাশি তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী বলেছিলেন ১৫ লক্ষ করে টাকা দেবেন, ২ লক্ষ চাকরি দেবেন, ১৫ পয়সাও পায়নি কেউ। শুধুমাত্র সাম্প্রদায়িক হিংসা আর হিন্দু-মুসলিম ছাড়া কিছুই বোঝে না বিজেপি।’’

আরও পড়ুন:হাওড়া ব্রিজের উপর যাত্রীবোঝাই চলন্ত মিনিবাসে আগুন, আতঙ্ক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন