পুরোটাই রাজনীতি, বলছে তৃণমূল
BJP

BJP: নিহত গৌরবের জন্য শহিদ বেদি বিজেপির

গত বছর বিধানসভা ভোটের ফল প্রকাশের দিনে খুন হয়েছিলেন ইলামবাজারের গোপালনগর গ্রামের বিজেপি কর্মী গৌরব সরকার।

Advertisement

বাসুদেব ঘোষ 

শেষ আপডেট: ০৭ মে ২০২২ ০৭:১৯
Share:

তৈরি হয়েছে বেদি। নিজস্ব চিত্র।

গত বছর বিধানসভা ভোটের ফল প্রকাশের দিনে খুন হয়েছিলেন ইলামবাজারের গোপালনগর গ্রামের বিজেপি কর্মী গৌরব সরকার। ওই ঘটনা নিয়ে রাজনীতির জল অনেক দূর গড়িয়েছে। কলকাতা হাই কোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতে ওই ঘটনার তদন্তভার। গৌরবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির উদ্দেশে গ্রামেই বিজেপি-র তরফে তৈরি করা হয়েছে একটি শহিদ বেদি। আজ, শনিবার আনুষ্ঠানিক ভাবে ওই তরুণ বিজেপি কর্মীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ বেদিতে মাল্যদান করার কথা রয়েছে দলের রাজ্য নেতৃত্বের।

Advertisement

গত বছর ২ মে, বিধানসভা নির্বাচনে ভোট গণনার দিন গোপালনগর গ্রামে বিজেপি কর্মী গৌরবকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে তৃণমূলের কয়েক জন স্থানীয় নেতা-কর্মীর বিরুদ্ধে। ওই দিন জয়ের খবর মিলতেই বিভিন্ন জায়গার পাশাপাশি গোপালনগর গ্রামে তৃণমূল কর্মী-সমর্থকেরা একটি বিজয় উল্লাস করছিলেন। পরিবারের অভিযোগ, সেই সময় ওই এলাকায় থাকা বিজেপি সমর্থক গৌরাঙ্গ সরকারের বাড়িতে ভাঙচুর চালান শাসকদলের কিছু কর্মী-সমর্থক। গৌরাঙ্গবাবুর দুই ছেলে গৌরব ও সেতু বাধা দিতে এলে তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই সক্রিয় বিজেপি কর্মী গৌরবের মৃত্যু হয়।

পরিবারের তরফে ইলামবাজার থানায় তৃণমূলের বেশ কয়েক জনের নামে খুনের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ কয়েক জনকে গ্রেফতারও করে। পরে হাই কোর্টের নির্দেশ মতো ‘ভোট পরবর্তী হিংসা’র ঘটনা হিসাবে গৌরব-খুনের তদন্ত হাতে নেয় সিবিআই। তারা কয়েক জন অভিযুক্তকে গ্রেফতার করে। বাকি অভিযুক্তেরা আত্মসমর্পণ করেন।

Advertisement

মামলাটি এখন বিচারাধীন রয়েছে। এই অবস্থায় গৌরবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিজেপির তরফে গৌরবের বাড়ির কাছেই শহিদ বেদি করে দেওয়া হয়েছে। বিজেপি সূত্রের খবর, আজ ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেন বিজেপি নেতা তথা বোলপুর বিধানসভা আসনে গতবারের প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই, দলের বোলপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি অষ্টম মণ্ডল। এ ছাড়াও থাকতে পারেন আরও বিধায়ক। শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদনে পরে নিহতের পরিবারের সঙ্গে বিজেপি নেতৃত্বের দেখা করার কথাও রয়েছে।

নিহতের গৌরাঙ্গ সরকার এই নিয়ে কোনও কথা বলতে রাজি হননি। তবে, অষ্টম মণ্ডল বলেন, “গৌরব দলের জন্য জীবন দিয়েছে। তাই আমরা ওর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশে এই কর্মসূচি নিয়েছি।” ইলামবাজার ব্লক তৃণমূলের সভাপতি ফজলুর রহমান বলেন, ‘‘যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক। তবে, এ নিয়ে প্রথম থেকে রাজনীতি করে আসছে বিজেপি। গৌরবের মৃত্যুবার্ষিকী নিয়েও সেই রাজনীতি চলছে। এর জবাব ইতিমধ্যে বিধানসভা ভোটে মানুষ তাদের দিয়েছে, আগামী দিনেও দেবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement