Bolpur

যুবকের রহস্য মৃত্যু বোলপুরের গ্রামে, নাম তাঁর বিজেপি

জানা গিয়েছে,  শান্তিনিকেতনের কাছেই বল্লভপুরডাঙা গ্রামের ছেলে বিশ্বম্ভর সোরেন ওরফে বিজেপি। সেই বিশ্বম্ভরই শনিবার সকালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ১৭:০৫
Share:

জানা গিয়েছে,  শান্তিনিকেতনের কাছেই বল্লভপুরডাঙা গ্রামের ছেলে বিশ্বম্ভর সোরেন ওরফে বিজেপি। সেই বিশ্বম্ভরই শনিবার সকালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।  নিজস্ব চিত্র

আত্মঘাতী বিজেপি। তাও আবার গলায় দড়ি দিয়ে। এইটুকু পড়ে অনেক প্রশ্ন মাথায় এলেও এর সঙ্গে রাজনীতির কোনও যোগই নেই। তা হলে ব্যপারটা কী? বোলপুর জুড়ে মানুষের প্রশ্ন, বিজেপি তো দল, সে আবার আত্মহত্যা করে কী করে? না, আসলে এই বিজেপি দল নয়, এক ব্যক্তির নাম।

Advertisement

জানা গিয়েছে, শান্তিনিকেতনের কাছেই বল্লভপুরডাঙা গ্রামের ছেলে বিশ্বম্ভর সোরেন ওরফে বিজেপি। সেই বিশ্বম্ভরই শনিবার সকালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু কোনও মানুষের নাম বিজেপি হয় কী করে? তার পিছনেও আছে এক গল্প।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোনওদিন রাজনীতির উঠোনে পা-ও দেয়নি বিশ্বম্ভর। এমন কী মা বাবাও রাজনীতির সঙ্গে যুক্ত নন। তবে সম্পর্কে কাকা বিজেপির কর্মী ছিলেন। একসময় তিনি পদ্ম প্রতীকে ভোটেও দাঁড়িয়েছিলেন। সেই নির্বাচনের দিনই জন্ম হয় বিশ্বম্ভরের। সেই থেকে তার নাম হয় বিজেপি। এলাকার মানুষ তাকে বিজেপি বলেই চেনে।

Advertisement

আরও পড়ুন: অমিত-সফরের আগে শান্তনুর মান ভাঙাতে ঠাকুরনগরে কৈলাস

বিশ্বম্ভরের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাতে এলাকার একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন বিশ্বম্ভর। সেই বিয়ে বাড়ি থেকে ফেরার পর কী হয়েছিল, সকলেরই অজানা। শনিবার সকালে বাড়ির পিছনে একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরে শান্তিনিকেতন থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

আরও পড়ুন: কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি লিখে কল্যাণের আক্রমণ শাহকে​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন