BJP

পথসভার মঞ্চে ‘প্রহৃত’ নেত্রীকে নিয়ে প্রতিবাদ

খয়রাশোলের একটি স্বনির্ভর দলের সদস্য, বিজেপি মহিলা মোর্চার জেলা সহ সভানেত্রী সুতপাদেবীর অভিযোগ ছিল, অনুব্রতর সভায় লোক নিয়ে যেতে পারবেন না বলায় তাঁকে মারধর করেন পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ০৬:৪৪
Share:

পরিবর্তন যাত্রায় বাইক-র‌্যালি বিজেপি কর্মীদের।

পরিবর্তন যাত্রার দুবরাজপুরের মঞ্চে ‘প্রহৃত’ বিজেপি নেত্রীকে হাজির করালো বিজেপি। আর সিউড়িতে মিছিল হলেও চা-চক্র বা সভা শেষে বাতিল করা হয়।

Advertisement

বুধবার খয়রাশোল গ্রাম পঞ্চায়েতে স্বনির্ভর দলের এক বৈঠকে ডেকে জেলা বিজেপির এক মহিলা নেত্রীকে মারধর ও শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। শুক্রবার বিকেলে দুবরাজপুরের মাদৃক সঙ্ঘে পরিবর্তন যাত্রার মঞ্চে সুতপা ঘোষ নামে ওই নেত্রীকেই হাজির করান দলের সাংসদ তথা নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

খয়রাশোলের একটি স্বনির্ভর দলের সদস্য, বিজেপি মহিলা মোর্চার জেলা সহ সভানেত্রী সুতপাদেবীর অভিযোগ ছিল, অনুব্রতর সভায় লোক নিয়ে যেতে পারবেন না বলায় তাঁকে মারধর করেন পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী। এ ব্যাপারে লিখিত অভিযোগও জানান। যদিও প্রথম থেকে অভিযোগ অস্বীকার করে ওই বিজেপি নেত্রী ও তাঁর স্বামীর বিরুদ্ধেই পাল্টা মারধর ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন পঞ্চায়েতের তৃণমূল প্রধান তাঁর স্বামী ও খয়রাশোল পঞ্চায়েত সমিতির সহ সভানেত্রী।

Advertisement

পঞ্চায়েতে ভাঙচুর চালানোরও অভিযোগ হয়েছে বলে খবর। তাঁকে ফাঁসানো হয়েছে —এই অভিযোগ তুলে দলীয় নেতৃ্ত্বের সাহায্যে চেয়েছিলেন সুতপা। মঞ্চে তাঁকে পাশে নিয় রূপা বলেন, ‘‘এত দুঃসাহস মেনে নেবেন? একত্রিত হতে হবে।’’ এ দিন সিউড়ি ও পরে দুবরাজপুরের পুলিশকে নিরপক্ষে কাজ করার আর্জি রাখেন। জেলা তৃণমূলের প্রতিক্রিয়া, ‘‘আসল ঘটনা খোঁজ নিন রূপা।’

সন্ধ্যায় ইলামবাজারের সভায় রূপা গঙ্গোপাধ্যায়। নিজস্ব চিত্র।

সিউড়ি থেকে কড়িধ্যা বক্রেশ্বর হয়ে এ দিন বিজেপির পরিবর্তন যাত্রা দুবরাজপুরে এসেছিল বিকেল সাড়ে চারটে নাগাদ। বৃহস্পতিবার রাতে সিউড়ি শহরে এসে পৌঁছয় বিজেপির পরিবর্তন যাত্রার রথ। সেটি রাখা হয় বেণীমাধব স্কুলের মাঠে। বিজেপি সূত্রে খবর, পরিকল্পনা ছিল রাজ্য নেতারা সকালবেলায় প্রশাসন ভবন সংলগ্ন এলাকায় চা চক্রে যোগ দেবেন। তার পরে ছোট সভা করে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করবেন। বুধবার রাতেই ওই মাঠে মাইক লাগানো হয়।
সভার প্রচারও হয়। কিন্তু, শুক্রবার সকালে এক একে দুটিই বাতিল করা হয়। কেবল মিছিল করে ‘পরিবর্তন যাত্রা’ হয়।

সিউড়ি থেকে কড়িধ্যা, চন্দ্রপুর হয়ে দুবরাজপুর যায় পরিবর্তন যাত্রার রথ। সেখানে শ’পাঁচেক বিজেপি কর্মী বাইক নিয়ে, কিছু বিজেপি কর্মী পায়ে হেঁটে যোগ দেন। বিজেপির সিউড়ি শহর সভাপতির দাবি, স্কুল খুলে যাওয়ায় আর সভা করা যায়নি। কারণ, স্কুল কর্তৃপক্ষ মাইক বন্ধ করতে বলেছিলেন। তৃণমূলের জেলা সহ সভাপতি অভিজিৎ সিংহের কটাক্ষ, ‘‘লোক হচ্ছে না বলেই ও সব
কিছু হয়নি।’’

সিউড়ি, দুবরাজপুরের পরে পরিবর্তন যাত্রার রথ এসে পৌঁছয় ইলামবাজারে। সেখানে পরিবর্তন যাত্রার সূচনার আগে ইলামবাজার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ের পাশে একটি সভা করেন বিজেপি নেত্রী রূপা। সেখানে তিনি কটমানি সহ একাধিক বিষয় নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আক্রমন শানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement