বীরভূমে বাস উল্টে জখম ২৪

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল বাস। এই ঘটনায় আহত হয়েছেন ২৪ জন যাত্রী। তাঁদের মধ্যে দুই শিশু-সহ ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সকালে বীরভূমের নানুরের এই দুর্ঘটনায় বাসটিকে আটক করা গেলেও চালক-সহ অন্য কর্মীরা এখনও পর্যন্ত পলাতক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৩২
Share:

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল বাস। এই ঘটনায় আহত হয়েছেন ২৪ জন যাত্রী। তাঁদের মধ্যে দুই শিশু-সহ ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সকালে বীরভূমের নানুরের এই দুর্ঘটনায় বাসটিকে আটক করা গেলেও চালক-সহ অন্য কর্মীরা এখনও পর্যন্ত পলাতক।

Advertisement

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল সওয়া ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে নানুরের ব্রাহ্মণখণ্ড গ্রামের কাছে নানুর–বাসাপাড়া সড়কে। ব্রাহ্মণখণ্ড গ্রামের কাছে ওই রাস্তার উপর একটি বাম্পার আছে। দ্রুত গতিতে আসা সিউড়িগামী ওই বাসটি বাম্পারের কাছে এসে আচমকা ব্রেক কষতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর পরই তা উল্টে গিয়ে পড়ে পাশের নয়ানজুলিতে। ঘটনায় আহত হন ২৪ যাত্রী। তাঁদের সঙ্গে সঙ্গেই বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement