বিপজ্জনক পথ। বরাবাজারের বাল্লারঘাটের কজওয়ে।—নিজস্ব চিত্র
জলের তোড়ে চাঙড় উপড়ে বেহাল হয়ে পড়ল নেংসার নদীর বাল্লার ঘাটের কজওয়ে। বৃহস্পতিবার এই ঘটনার পর থেকে বরাবাজার-মানবাজার রাস্তায় যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে।
শনিবার বরাবাজার থেকে কমবেশি দুই কিলোমিটার দূরের ওই কজওয়েটিতে গিয়ে দেখা গেল, এক চিলতে জায়গা দিয়ে সাইকেল এবং মোটরবাইক কোনও রকমে যাতায়াত করছে। বড় গাড়িগুলিকে বাইপাস ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ত দফতরের সড়ক বিভাগ জরুরি ভিত্তিতে কজওয়েটি মেরামতির কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছে।
বিডিও (বরাবাজার) বিনয়কৃষ্ণ বিশ্বাস জানান, টানা বৃষ্টির ফলে বুধবার থেকেই নেংসাই নদীতে জলের তোড় বাড়তে শুরু করেছিল। কজওয়েটি চলে গিয়েছিল জলের তলায়। বৃহস্পতিবার সকালে দেখা যায়, চাঙড় উপড়ে সরে এসেছে। বিডিও জানান, কয়েক মাস আগে ওই কজওয়েটি সংস্কার করেছিল পূর্ত দফতর। খবর পেয়ে যন্ত্র এনে দফতরের কর্মীরা গিয়ে চাঙড় সরিয়ে মেরামতির কাজ শুরু করেন।
এ দিকে, কজওয়ে বেহাল হয়ে পড়ায় নদীর ধারের বরাবাজার ব্লকের সিন্দরি, হেরবনা, বান্দোয়ান-বানজোড়া প্রভৃতি অঞ্চলের বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন। সিন্দরি পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ মাহাতো বলেন, ‘‘হাসপাতাল, কলেজ, বাজার— সবই বরাবাজারে। কজওয়ের ভেঙে বাসিন্দারা সমস্যায় পড়েছেন। বাইপাস হয়ে বরাবাজারে যেতে হলে প্রায় ৮ কিলোমিটার বেশি রাস্তা ঘুরতে হচ্ছে।’’
পূর্ত দফতরের (সড়ক) মানবাজার জোনের সহকারি ইঞ্জিনিয়ার মহম্মদ মইনুদ্দিন বলেন, ‘‘জরুরি ভিত্তিতে কাজ চলছে। আবহাওয়া ভাল থাকলে দ্রুত কজওয়েটি চালু হয়ে যাবে।’’