BJP Protest

কসবায় কলেজে ধর্ষণকাণ্ডের প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে তুলকালাম বাঁকুড়ায়

সোমবার বিকেলে বাঁকুড়ার খাতড়া থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি। সোমবার বিকেলে হালকা ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ স্থানীয় নেতাদের নেতৃত্বে বিজেপির মিছিল খাতড়া বাজার পরিক্রমা করে থানার দিকে যাওয়ার চেষ্টা করে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ২৩:৫২
Share:

—নিজস্ব চিত্র।

কসবাকাণ্ডে অবিলম্বে দোষীদের শাস্তি এবং মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া বিজেপি কর্মীদের মুক্তির দাবিতে বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল বাঁকুড়ার খাতড়ায়। সোমবার বিকেলে পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপির মিছিল এগোনোর চেষ্টা করলে কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। তা ঘিরে বেশ কিছু ক্ষণ দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলে। পরে খাতড়া থানার অদূরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির নেতা কর্মীরা।

Advertisement

সোমবার বিকেলে বাঁকুড়ার খাতড়া থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি। সোমবার বিকেলে হালকা ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ স্থানীয় নেতাদের নেতৃত্বে বিজেপির মিছিল খাতড়া বাজার পরিক্রমা করে থানার দিকে যাওয়ার চেষ্টা করে। থানার কাছাকাছি পৌঁছোনোর আগেই রীতিমতো লোহার রেলিং দিয়ে ব্যারিকেড তৈরি করে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। মিছিল ব্যারিকেডের কাছে পৌঁছোলে অগ্রভাগে থাকা বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। ব্যারিকেড ধরে বেশ কিছু ক্ষণ ধাক্কাধাক্কি চলে। অবশেষে ব্যারিকেড ভেঙে ফেলেন বিজেপি কর্মীরা। তবে সেখান থেকে আর মিছিল এগোয়নি। ভেঙে পড়া ব্যারিকেডের সামনেই প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতা-কর্মীরা।

বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘‘কসবাকাণ্ডে দোষীদের আড়াল করার চেষ্টা চলছে আর আমাদের নেতা-কর্মীরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে গেলে তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে তৃণমূলের দলদাসে পরিণত হওয়া এ রাজ্যের পুলিশ। এরই প্রতিবাদে আমাদের আন্দোলন। আগামী দিনে কসবাকাণ্ডের বিচার এবং মিথ্যা মামলায় ফাঁসানো বিজেপি কর্মীদের মুক্তি না মিললে শুধু পুলিশের ব্যারিকেড নয়, এ বার থানার গেট ভেঙে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement